Thursday, July 7, 2022

বৃষ্টিতে ভিজছি একা

 বৃষ্টিতে ভিজছি একা 

... ঋষি 


বৃষ্টি হচ্ছে 

বৃষ্টিতে ভেজা গাছটাকে একা একা লাগে 

মানুষেরও লাগে,

এ জীবনে গাছে আর ইচ্ছা জাগে না 

সেহেতু যেতে হবে শিকড়ের কাছে 

এই মানুষ জীবন বেঁচে ফিরতে হবে। 

.

যেহেতু মরুভূমিতে  কোনো গাছ নেই  

যেহেতু ইচ্ছেদের কোনো বাস নেই 

যেহেতু ভাবনাদের কোনো নখ নেই 

যেহেতু ভালোবাসার কোন দেশ নেই 

ফিরে যেতে হবে 

মেঘেদের ঘরে। 

.

বৃষ্টি হচ্ছে 

        দাও ফোঁটা ফোঁটা স্তব্ধতা

          চারদিকে শব্দচূর্ণ ধূধূ মরুভূমি

নিস্তব্ধতার মাঝে ,বৃষ্টির শব্দ 

দেওয়াল গড়িয়ে নামতে থাকা বৃষ্টির জল 

জীবনের উপশম। 

.

ভুলে যাবো,সবকিছু ভুলে যাবো বলেই

অক্লান্ত ভেসে চলেছি

          ঢেউয়ের দখলে এই মৃত শরীরের মতো,

ভুলে যাবো,সবকিছু  ভুলতে চাই বলেই 

বোধহয় আরও একা হয়েছি 

বৃষ্টিতে ভিজছি একা।  


No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...