Thursday, July 28, 2022

কবির যন্ত্রনায়

কবির যন্ত্রনায় 

... ঋষি 


তার চাওয়ার ছিল অনেক কিছু 

কিন্তু পাওয়ার হিসেবটাই ঈশ্বর লিখে দিয়েছে পাগলামি চিরকাল ,

দশটা ,পাঁচটা চাকরী ,সুখী গৃহকোণ ,সন্তানের মুখ 

বাসের ভিড় ,অগুনতি মানুষের মুখ,উনুনের কয়লার রান্না 

মাসিক রোজগার আটহাজার ,বিড়ি ধরাতে বাধ্য করে 

বিস্কুটের এজেন্সি কিংবা ইন্সুরেন্সের এজেন্ট 

নিয়মমাফিক আকাশ 

ধুর ভালো লাগে না। 

.

তার এই পৃথিবীতে  পাওয়ার ছিল অনেক কিছু

সুখী গৃহকোণ ,একটা জীবন জৈবিক চাহিদার অনুকরণে 

চল্লিশটাকা কেজি চাল ,আঠাশ টাকা কেজি পেঁয়াজ 

দুটো চড়াইয়ের ছানা পরস্পরকে ঠোকরাতে থাকে সারাক্ষন 

একটা সুস্থ জীবন আলোর বারান্দায় 

সামুদ্রিক গাঙচিল খুঁজে পাওয়া যাবে একদিন 

একটা স্বপ্ন 

ধুর ভালো লাগে না। 

.

সে বোবার মতো কলমে মুখ গুঁজে বসে থাকে 

সে কলমকে ভালোবাসে 

সে কবি 

সে নাথ গুঁজে সময়ের গভীর যন্তনা জিভ দিয়ে চেটে খেতে চায় 

সে পুড়ুক তার বুক। 

আমি নিস্তব্ধে বাড়ি ছাড়ি একদিন 

রাত্রির কোলাহল ,

অন্ধকারে মিশে যেতে চাই নাগরিক ধুলোবালির ভিতর।   

No comments:

Post a Comment

.বৃষ্টির ওপারে

সুতরাং, আমি একটি চুক্তি করেছি বৃষ্টির সাথে যেহেতু আমি অনন্ততায় বিশ্বাস করি না সেহেতু এখনই ভিজবো,  প্রকৃতির চিরস্থায়ী নির্দোষতা এবং আধ্যাত্ম...