Friday, July 29, 2022

জীবন মানে যুদ্ধ

জীবন মানে যুদ্ধ 
বেঁচে থাকা মানে সিগেরেটের আগুনে নিজেকে অল্প অল্প করে পোড়ানো, 
সময়ের যন্ত্রনাবোধ 
যত্রতত্র ছেটানো জীবনের মল, মুত্র, বমি। 
যারা হেরে যায় তারা হারতেই থাকে 
যারা পাওয়ার দলে তারাই জীবিত। 
.
রোজ নিয়ম করে কান্না পায় 
বাঁচবার হাতছানি আর বেঁচে থাকার তফাৎ
সে যে মৃত্যু, 
রোজ নিয়ম করে তোমার গন্ধ পাই জীবন
তোমার শাড়ীর গিঁট, তোমার চোখের কাজল, তোমার গলার আওয়াজ
বাঁচবার চেষ্টা করি জানো 
তবু কেন জানি মরে যাই বারংবার। 
.
জানি আমার মতো আরো অনেকে আছে 
অনেকে আছে তোমাদের মতো
কিন্তু আমাদের মতো কজন আছে? 
কজন আছে বুকের ভিতর আগুনের  কারখানা নিয়ে দেশলাই কাঠির খোঁজ করি, 
কজন আছে নিজেকে আগুনে রেখে 
বলি ওম শান্তি, 
সকলের ভালো হোক। 
সবটাই জানি, সবটাই বুঝি 
বুঝি বোকামী, বুঝি সার্থ, বুঝি অর্থ, বুঝি বিদ্রোহ, বুঝি প্রতিবাদ 
কিন্তু প্রতিবাদগুলো প্রতিদিন এই শহরে দমবন্ধ হয়ে মরতে দেখি 
মরতে দেখি তোমাকে
কান্না পায় জানো, ভীষন কান্না পায় 
একটা হাফপাউরুটি জীবন চা, ওমলেট সহকারে সাজিয়ে পরিবেশিত হয় নিয়মিত
কিন্তু হজম হয় না আজকাল।

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...