Friday, January 20, 2017

ইতিহাসের কাছে

ইতিহাসের কাছে
................ ঋষি
=================================================
সব কি শেষ করা যায়
নিজের সাথে মিলেমিশে অবদারদের গাছে তোলা।
তারপর জটিলতা
 ইকিরমিকির চামচিকির/চামে কাটা মজুমদার/ মজুমদারের হাড়িকুড়ি।
সমস্যা সেই  হাড়িকুড়ি
হাঁড়ির বাড়ন্ত চাল আর অনবরত গালাগাল।

এইভাবে খুলে যায় দৃশ্য
অজানা স্টেজে আতংকরা ঘুম ভাঙা মুসাফির।
কিছু তবু পড়ে থাকে দৈনন্দিন বেঁচে ফেরা  থেমে গেলে
একাকী প্রান্তরে প্রবল মাঝরাতে তখন কুয়াশা।
কেউ তার ভিত ধরে নাড়ে
তারই ভিতরে চকমকি ঠুকে দেখে কিভাবে আগুন জ্বেলেছিল হোমোস্যাপিয়ান।
নিজেরই মুখ পুড়ে আয়নায় অচেনা
সত্যি কি আমরা
এই ভাবে শেষ হওয়ার সাহস খুঁজে পায় নিজেদের ইতিহাসের কাছে।

সব কি শেষ করা যায়
সময়ের সেলাই করা প্রতিফলন আরো প্রকট হয়।
ক্রমশ যায় জটিল
ভোর হল, দোর খোল, খুকুমণি ওঠ রে।
কিন্তু খুকুমনি
সে যে এখন ভীষণ ছোট ,ফিরে আসতে  ভয় পায়। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...