মুখরোচক
............... ঋষি
===========================================
সেই রকম একদিন
হঠাৎ দেখা পাতার পর পাতা এই নাগরিক জীবন।
অজস্র কোলাহলে প্রচুর বিদ্রুপ
কান ঝালাপালা অশিক্ষা, দারিদ্র্তা।
বেকার থাকবে দেশে, ধর্ষণ নিত্যকার রীতি - আলোচ্য বিষয় বটে
তবুও বেশ মুখরোচক।
খাওয়া শেষ
খবরের ঠোঙ্গারা রাস্তার পাশে কিংবা সভ্য আরো ডাস্টবিনে।
এ শহরের রাস্তার হিজিবিজি কোন এক পাশে
আমাদের দেখা হলে দেশ ও সমাজ আর সময়ের
ফর্দোফাই।
তারপর সেই ফিরে যাওয়া নিজ নিজ সুখী গৃহকোণে
চলছে চলবে সময়ের চাকা।
বিনিময় বাবু শুধু চিৎকার করে যাবেন
পুরোনো হবে আরো কবিতার পাতা।
তারপর পুনরায় আবার দেখা পথচলতি মানুষের বেশে
সে রকমই একদিন, ট্রামে কিম্বা বাসে।
সেই রকম একদিন
হঠাৎ অভিনীত দেশ ,কাল ,সমাজ নিজেদের পরিচিতি।
আয়নার মুখগুলো এই শহরে বড্ডো রঙিন
সবুজকে মুছে দিতে চায় নিত্যকার মর্ডান খেলনা।
আর আমরা শিশু সব
শুধু মুখের ভাষণে বদলাতে চাই একটা গোটা সভ্যতা।
............... ঋষি
===========================================
সেই রকম একদিন
হঠাৎ দেখা পাতার পর পাতা এই নাগরিক জীবন।
অজস্র কোলাহলে প্রচুর বিদ্রুপ
কান ঝালাপালা অশিক্ষা, দারিদ্র্তা।
বেকার থাকবে দেশে, ধর্ষণ নিত্যকার রীতি - আলোচ্য বিষয় বটে
তবুও বেশ মুখরোচক।
খাওয়া শেষ
খবরের ঠোঙ্গারা রাস্তার পাশে কিংবা সভ্য আরো ডাস্টবিনে।
এ শহরের রাস্তার হিজিবিজি কোন এক পাশে
আমাদের দেখা হলে দেশ ও সমাজ আর সময়ের
ফর্দোফাই।
তারপর সেই ফিরে যাওয়া নিজ নিজ সুখী গৃহকোণে
চলছে চলবে সময়ের চাকা।
বিনিময় বাবু শুধু চিৎকার করে যাবেন
পুরোনো হবে আরো কবিতার পাতা।
তারপর পুনরায় আবার দেখা পথচলতি মানুষের বেশে
সে রকমই একদিন, ট্রামে কিম্বা বাসে।
সেই রকম একদিন
হঠাৎ অভিনীত দেশ ,কাল ,সমাজ নিজেদের পরিচিতি।
আয়নার মুখগুলো এই শহরে বড্ডো রঙিন
সবুজকে মুছে দিতে চায় নিত্যকার মর্ডান খেলনা।
আর আমরা শিশু সব
শুধু মুখের ভাষণে বদলাতে চাই একটা গোটা সভ্যতা।
No comments:
Post a Comment