Tuesday, January 3, 2017

একলা কথা

একলা কথা
.................. ঋষি
============================================
নিজের দূরত্ব থেকে আরো গভীর দূরত্ব
শিল্পীর ছবিটা ফুটে ওঠা ওয়াটার কালারে রঙের মিছিল।
নিজের দূরত্ব থেকে
দূরত্বকে নিবিড় করে ভাবা চলন্তিকা।
কবির কল্পনায় একা হেঁটে যাওয়া কোনো রাজপথে পিচের উপর
সকালের শিশিরের অপেক্ষা।

চলন্তিকা একদিন তুমি কল্পনায় চিবুক ছোঁবে
যখন সকালের শিশিরের অন্যমনস্ক কোনো পলেস্তারা ভেজানো শীতলতা।
পাহাড়ী ঝর্ণার উচ্ছলতা বুকে নিয়ে
মৌন নিশ্চুপ দুপুরগুলোর যেদিন  আন্দাজ
বোহেমিয়ান।
সেদিন খুব আলগা করে আদর ভেজিয়ে রেখো
আমি আসবো নিশ্চুপ পাহাড়িয়া  সুর পাশে নিয়ে।
খুব আদরে সেদিন না হয়
রাত্রি হবে।
আমি তখন শীতল কোনো কুয়াশার মতো মাটি ভেজাবো
ভিজে মাটি।

নিজের দূরত্ব থেকে আরো গভীর দূরত্ব
সবুজের মাঝে খুঁজতে থাকা চোখ ঝলসানো সর্ষে ফুল।
সমস্ত আশ্চর্যের ফাঁকে পৃথিবী দাঁড়িয়ে একা
দৃশ্য বদলানো আবর্তনে জীবিত জীবন।
কবির কল্পনায় তুমি হেঁটে যাওয়া নারী প্রতিটা দিনকে সাক্ষী রেখে
আমার কিছু একলা কথা।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...