Sunday, January 8, 2017

রক্তাক্ত বারংবার

রক্তাক্ত বারংবার
,,,,,,,,,,, ঋষি
=========================================

কেন যে লিখি
সমস্ত অবয়ব জুড়ে ছুঁয়ে থাকা যন্ত্রণারা আমার কাব্য।
কার কথা লিখি
কলমের  নিব ফেটে  লাল রঙের  ছড়িয়ে পরে মানুষ।
হতাহত ,রক্তাক্ত ,ধর্ষিত হাজারো চিৎকার
আমার সভ্যতার কালিতে সংযোজন করে কালো রং।

এইভাবে কি মানুষ লেখা যায়
নিদারুন কান্না দিনে মানুষ ছুঁয়ে থাকে নিজস্ব যন্ত্রনাদের ভাবনায়।
মানুষের সাথে সেলাই করা রিপুদের অদ্ভুত কারবার
মানুষের চিৎকার ঠিক সেলাই মেশিনে চলবার শব্দ।
মানুষ তো চলতে থাকে
থামলেই একটা বিস্ফোরণ ঘটতে পারে নিদারুন কোনো আওয়াজ।
অর্থ ভারবহ বেশ কিছু হতাহত সংবাদ মানুষের পেশায়
মৃত্যু এখানে নিত্যদিনের জন্মের মতো।
কিন্তু মানুষের পশুত্ব ,মানুষের নিচের চোখে
সভ্যতাকে জঙ্গল করে তোলে
আর মানুষেকে নিজের আয়নায় মৃত্যু।

কেন যে লিখি
ভাবলে পরে শিওরে ওঠে শরীরে অসংখ্য উপস্থিতি।
না আর মানুষ না
কলমকে যদি লজ্জিত হতে হয় সত্যি লেখার জন্য।
তবে এই মৃত্যু
আমার সাদা পাতা ধর্ষণ বারংবার। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...