ও একলা
........ ঋষি
==========================================
অস্ফুট মন্ত্রের মত ব্যর্থ কথা বলে চলেছেন তারা
গলার কাছে আটকে আছে কিছু না বলা।
যুগ যুগান্তরে হাওয়া হাতড়ে ঈশ্বর মুখী কিছু তৃষ্ণা তাদের চোখে
অনেকটা গলার স্বর শুকিয়ে রক্ত বমি।
ঈশ্বর সেখানে ক্লান্ত
মানুষ কবে তুমি জীবিত হবে প্রকৃতির প্রেমে।
রাত কেটে যায় নির্নিমেষ ,দিনের আলো যুগান্তরকারী ব্যস্ত এই সময়
এই সব গড়িয়ে ,মাড়িয়ে সময়ের শীতলপাটি।
কারো শরীরে রাতের চিত্রপট ,কারো দিনের স্বপ্নস্বেদ
রঙ তুলির উল্লাসে
ভরে আছে পৃথিবীর চালচিত্র।
কারো হাতে রাতের আধিপত্য ,কারো সকাল শুনশান দুপুর
হিমশীতল কুঠুরী থেকে উঠে এসে অরণিকাঠ খূঁজে নেয় সন্ন্যাসি।
সেও এক গভীর অরণ্যে ঈশ্বর মুখী তৃষ্ণা
হাতছানি দিয়ে মানুষকে আরো একা করে
করে একাকার।
অস্ফুট মন্ত্রের মত ব্যর্থ কথা বলে চলেছেন তারা
তোর মতো কিছু চাওয়া আকাশের দিকে তাকিয়ে রোমন্থন কোন বেলা।
যুগযুগান্তর হাওয়া হাতড়ে নিজস্ব কাল্পনিক অভিনয়
নিরুপম ঈশ্বর সাজার প্রচেষ্টা।
ঈশ্বর হাসেন গভীর হৃদয়ে ,পুজোর ফুল হাত থেকে গড়িয়ে নামে
মানুষ তুমি নিরুপম ও একলা।
........ ঋষি
==========================================
অস্ফুট মন্ত্রের মত ব্যর্থ কথা বলে চলেছেন তারা
গলার কাছে আটকে আছে কিছু না বলা।
যুগ যুগান্তরে হাওয়া হাতড়ে ঈশ্বর মুখী কিছু তৃষ্ণা তাদের চোখে
অনেকটা গলার স্বর শুকিয়ে রক্ত বমি।
ঈশ্বর সেখানে ক্লান্ত
মানুষ কবে তুমি জীবিত হবে প্রকৃতির প্রেমে।
রাত কেটে যায় নির্নিমেষ ,দিনের আলো যুগান্তরকারী ব্যস্ত এই সময়
এই সব গড়িয়ে ,মাড়িয়ে সময়ের শীতলপাটি।
কারো শরীরে রাতের চিত্রপট ,কারো দিনের স্বপ্নস্বেদ
রঙ তুলির উল্লাসে
ভরে আছে পৃথিবীর চালচিত্র।
কারো হাতে রাতের আধিপত্য ,কারো সকাল শুনশান দুপুর
হিমশীতল কুঠুরী থেকে উঠে এসে অরণিকাঠ খূঁজে নেয় সন্ন্যাসি।
সেও এক গভীর অরণ্যে ঈশ্বর মুখী তৃষ্ণা
হাতছানি দিয়ে মানুষকে আরো একা করে
করে একাকার।
অস্ফুট মন্ত্রের মত ব্যর্থ কথা বলে চলেছেন তারা
তোর মতো কিছু চাওয়া আকাশের দিকে তাকিয়ে রোমন্থন কোন বেলা।
যুগযুগান্তর হাওয়া হাতড়ে নিজস্ব কাল্পনিক অভিনয়
নিরুপম ঈশ্বর সাজার প্রচেষ্টা।
ঈশ্বর হাসেন গভীর হৃদয়ে ,পুজোর ফুল হাত থেকে গড়িয়ে নামে
মানুষ তুমি নিরুপম ও একলা।
No comments:
Post a Comment