বাকি গল্পটা
......... ঋষি
===========================================
আজও গল্পটা বাকি থাক
যেমন তুই বাকি রেখেছিস একটা হৃদয় পায়রা খোপে
সারাদিন শুধু বাকুম বাকুম
সামাজিক একটা ভিতের উপর স্বপ্ন দেখা খোলা আকাশ।
আর বলবো না তোকে
কি রে তোর গল্পটা কি শুধু তোর আয়নায় রঙিন।
আমি তো খোলসা করে বলেছি তোকে,
কিভাবে পায়রার আকাশ ছুঁয়ে মুক্তি খুঁজতে থাকে থাকে,
কি ভাবে স্বপ্নঘুড়ি আকাশে গিয়ে ভাবে ,যা ভয় ভোকাট্টা।
আজকে এই সময়ে সাক্ষী থাকুক আকাশ
তোকে বলছি চুপকথা ,
আজও গল্পটা বাকি থাক কি বল।
কিছু বলে দেওয়া কথা আগামীতে হতে পারে দারুণ তলোয়ার
আদিম রক্তে খোঁজে যেমন মৃত্যু প্রিয় আদিম কারবার।
সুতরাং, সাবধান
প্রেমে ও যুদ্ধে সবকিছু ফাঁকি
তবে পায়রার বাসায় লুকোনো ডাকাডাকি মানুষের গল্প।
আজও গল্পটা বাকি থাক
আমি শুধু কবিতার ছন্দে মাতাল কোনো সময়ের খোঁজ।
নিজের অজান্তে মানুষ খুঁজি বাকুমবাকুম
সামাজিক ভিতের উপর স্বপ্ন দেখি পায়রার সাদা ডানার।
আর বলবো না তোকে
এই সব শুধু জীবিত থেকে যায় মানুষ আর আয়নায়।
......... ঋষি
===========================================
আজও গল্পটা বাকি থাক
যেমন তুই বাকি রেখেছিস একটা হৃদয় পায়রা খোপে
সারাদিন শুধু বাকুম বাকুম
সামাজিক একটা ভিতের উপর স্বপ্ন দেখা খোলা আকাশ।
আর বলবো না তোকে
কি রে তোর গল্পটা কি শুধু তোর আয়নায় রঙিন।
আমি তো খোলসা করে বলেছি তোকে,
কিভাবে পায়রার আকাশ ছুঁয়ে মুক্তি খুঁজতে থাকে থাকে,
কি ভাবে স্বপ্নঘুড়ি আকাশে গিয়ে ভাবে ,যা ভয় ভোকাট্টা।
আজকে এই সময়ে সাক্ষী থাকুক আকাশ
তোকে বলছি চুপকথা ,
আজও গল্পটা বাকি থাক কি বল।
কিছু বলে দেওয়া কথা আগামীতে হতে পারে দারুণ তলোয়ার
আদিম রক্তে খোঁজে যেমন মৃত্যু প্রিয় আদিম কারবার।
সুতরাং, সাবধান
প্রেমে ও যুদ্ধে সবকিছু ফাঁকি
তবে পায়রার বাসায় লুকোনো ডাকাডাকি মানুষের গল্প।
আজও গল্পটা বাকি থাক
আমি শুধু কবিতার ছন্দে মাতাল কোনো সময়ের খোঁজ।
নিজের অজান্তে মানুষ খুঁজি বাকুমবাকুম
সামাজিক ভিতের উপর স্বপ্ন দেখি পায়রার সাদা ডানার।
আর বলবো না তোকে
এই সব শুধু জীবিত থেকে যায় মানুষ আর আয়নায়।
No comments:
Post a Comment