প্রদীপের আলো
...... ঋষি
==============================================
চমকে উঠি তোমার দ্যুতি দেখে
ক্রমশ ঘোর লাগা বাল্বের হলুদটা খুব কম হয়ে যায়।
আমি হারাতে থাকি
আরো গভীরে কোথাও কিছু কথা কানের কাছে ঝিঁ ঝিঁ।
আমি শুনতে পাই তুমি কাঁদছো চলন্তিকা
এ আলো প্রদীপের শেষ দিন কটা।
দুঃখ কাকে বলে আমি বুঝি নি
এতটা বোধগম্য সুখ আছে বলেই দুঃখ মানুষের এত প্রিয়।
আসলে মানুষ বোধহয় দুঃখের সাথী
শেষ টা আমার জানা নেই চলন্তিকা।
দিকচক্রবালে বিকেলের শেষে ডুবতে থাকা আলো বৃত্তাকারে
এখনো যন্ত্রণা আসে,বাঁচতে থাকে।
মানুষ তখন অর্ধাকারে
যেমন বৃত্ত ফেটে যায় হঠাৎ হয়ে যায় গোধূলিতে।
তখন অন্ধকারে মিলায়
অজস্র খননের পরে প্রদীপের শেষ সলতে।
চমকে উঠি তোমার দ্যুতি দেখে
মানুষের নক্সাগুলি মানুষই তো ওলটপালট করে দ্যাখে বারংবার।
অভূতপূর্বটির সন্ধানে সন্ধানে পুনরাভিনীত হয় প্রাচীন মোহের দৃশ্যাবলী
আদিমের ভিতরে আদিম তালিকায় ।
অট্টহাস্যে ভরে যায় অভিনয়দৃশ্যে বাতাসের নিঃশ্বাস
প্রদীপ তখন দপ দপ করে তারপর নিভে যায়।
...... ঋষি
==============================================
চমকে উঠি তোমার দ্যুতি দেখে
ক্রমশ ঘোর লাগা বাল্বের হলুদটা খুব কম হয়ে যায়।
আমি হারাতে থাকি
আরো গভীরে কোথাও কিছু কথা কানের কাছে ঝিঁ ঝিঁ।
আমি শুনতে পাই তুমি কাঁদছো চলন্তিকা
এ আলো প্রদীপের শেষ দিন কটা।
দুঃখ কাকে বলে আমি বুঝি নি
এতটা বোধগম্য সুখ আছে বলেই দুঃখ মানুষের এত প্রিয়।
আসলে মানুষ বোধহয় দুঃখের সাথী
শেষ টা আমার জানা নেই চলন্তিকা।
দিকচক্রবালে বিকেলের শেষে ডুবতে থাকা আলো বৃত্তাকারে
এখনো যন্ত্রণা আসে,বাঁচতে থাকে।
মানুষ তখন অর্ধাকারে
যেমন বৃত্ত ফেটে যায় হঠাৎ হয়ে যায় গোধূলিতে।
তখন অন্ধকারে মিলায়
অজস্র খননের পরে প্রদীপের শেষ সলতে।
চমকে উঠি তোমার দ্যুতি দেখে
মানুষের নক্সাগুলি মানুষই তো ওলটপালট করে দ্যাখে বারংবার।
অভূতপূর্বটির সন্ধানে সন্ধানে পুনরাভিনীত হয় প্রাচীন মোহের দৃশ্যাবলী
আদিমের ভিতরে আদিম তালিকায় ।
অট্টহাস্যে ভরে যায় অভিনয়দৃশ্যে বাতাসের নিঃশ্বাস
প্রদীপ তখন দপ দপ করে তারপর নিভে যায়।
No comments:
Post a Comment