তুমি কুয়াশা
............ ঋষি
==============================================
কতটা একলা হলে তুমি কুয়াশা হবে
এই শহরের বুকে একলা দাঁড়িয়ে ভিজে যাবে সকালের শিশিরে।
এই শহরে আদর পাওয়া দায়
শুধু নিজের সাথে নিজের অভিনয় ভিজে যাওয়া।
মুহূর্তের গভীরে আজকাল বিনিময়
সভ্যতার প্রথম অক্ষরে কালো বর্ণমালা পরিচিত বিজি নেস।
কতদিন তোমার পাশে হেঁটেছি চলন্তিকা
আরো কতদিন ভিজবো জানি না সকালের আনন্দে।
প্রতিটা সকাল যখন কুয়াশার গভীরতা আমার কাছে
ছুঁয়ে থাকো ক্ষণিকের বেঁচে থাকায়।
আচ্ছা চলন্তিকা তুমি কি সত্যি কুয়াশা হতে পারো না
সভ্যতার বর্ণাক্ষরে পরিচিত হোক নতুন জন্ম।
নতুন একটা দিনে খুলে পড়ুক আকাশ তোমার খোঁপার সুগন্ধীর মতন
বাতাস লাগুক বুকের ভিতর আনন্দ।
কবির ভাষায়
একি লাবণ্যে পূর্ণ প্রাণ, প্রাণেশ হে,. আনন্দবসন্তসমাগমে।
কতটা একলা হলে তুমি কুয়াশার হবে
এই শহরের বুকে কোনো পান্তরে আমি সেও ভিজে সতেজ চোখ।
এই শহরে সত্যি চলিন্তিকা হৃদয় পাওয়া ডে
শুধু নিজের সাথে নিজের আয়নার পরিচয় আদিখ্যেতা।
মুহূর্তের গভীরে তুমি কি জানো ভিজে যায়
চোখের পাতায় তখন সদ্য সকাল তুমি কুয়াশা।
............ ঋষি
==============================================
কতটা একলা হলে তুমি কুয়াশা হবে
এই শহরের বুকে একলা দাঁড়িয়ে ভিজে যাবে সকালের শিশিরে।
এই শহরে আদর পাওয়া দায়
শুধু নিজের সাথে নিজের অভিনয় ভিজে যাওয়া।
মুহূর্তের গভীরে আজকাল বিনিময়
সভ্যতার প্রথম অক্ষরে কালো বর্ণমালা পরিচিত বিজি নেস।
কতদিন তোমার পাশে হেঁটেছি চলন্তিকা
আরো কতদিন ভিজবো জানি না সকালের আনন্দে।
প্রতিটা সকাল যখন কুয়াশার গভীরতা আমার কাছে
ছুঁয়ে থাকো ক্ষণিকের বেঁচে থাকায়।
আচ্ছা চলন্তিকা তুমি কি সত্যি কুয়াশা হতে পারো না
সভ্যতার বর্ণাক্ষরে পরিচিত হোক নতুন জন্ম।
নতুন একটা দিনে খুলে পড়ুক আকাশ তোমার খোঁপার সুগন্ধীর মতন
বাতাস লাগুক বুকের ভিতর আনন্দ।
কবির ভাষায়
একি লাবণ্যে পূর্ণ প্রাণ, প্রাণেশ হে,. আনন্দবসন্তসমাগমে।
কতটা একলা হলে তুমি কুয়াশার হবে
এই শহরের বুকে কোনো পান্তরে আমি সেও ভিজে সতেজ চোখ।
এই শহরে সত্যি চলিন্তিকা হৃদয় পাওয়া ডে
শুধু নিজের সাথে নিজের আয়নার পরিচয় আদিখ্যেতা।
মুহূর্তের গভীরে তুমি কি জানো ভিজে যায়
চোখের পাতায় তখন সদ্য সকাল তুমি কুয়াশা।
No comments:
Post a Comment