Thursday, January 12, 2017

নগ্নতার কাব্য

নগ্নতার কাব্য
........ ঋষি
========================================
নিজেকে আরক্ত করে ভিজিয়ে রাখা রক্তে
সকালের কুয়াশা এখনো আলগা এই শহরে।
আভিজাত্যের কোনো রাস্তায় নগ্নতা ভেজা মানবিকতা
এই শহরের ঘুম ভাঙে নি এখনো।
কে এই নারী
যে এখন যন্ত্রনায় কুঁকড়ে ভিজে যাচ্ছে সভ্যতার অন্ধকার ধর্ষণে।

আপেলের পাশে শোয়ানো শাণিত ছুরি রক্ত লোলুপতা শক্ত হয়
পৌরুষ আজ সভ্যতার তিন নম্বর পায়ের সন্ধানে।
বেলা আসে ,বেলা যায়
চামড়ার আস্তরণের নিচে সফেদ জিভ উজ্জ্বল মাংসল নিতম্ব
রৌদ্র এখন চারপাশে।
পথচলতি মানুষের  আঙুল খুলে ফেলে নিজের লোলুপতা
 ধোঁয়া শরীর চিমনীর কালো চোখে চকচক।
ঘর ছাড়িয়ে নেয় খোসা বার করে আনে বীজ
মেয়েটা ধর্ষিত
পুলিশের গাড়ি এসে দাঁড়ায় ,সাথে এম্বুলেন্স।

নিজেকে আরক্ত করে ভিজিয়ে রাখা রক্তে
এই শহরে এমন ঘটনা খুব দৈনন্দিন আর শ্রুতিমধুর মানুষের।
উদ্দীপনা থাকে না আর  বেইমান ভঙ্গীতে নামিয়ে রাখা শরীর
 লাল রক্ত মাংস।  পুলিশের খাতাতে হিসেব মিলিয়ে সস্তা সেন্ট।
উগ্রতা মেজাজ হারায় সেই নারী স্বীকার করে সভ্যতায়
এটা নিয়তি প্রতিটা ধর্ষিত নষ্ট এবং স্বাবাভিক খবর।

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...