Thursday, January 5, 2017

প্রেয়সী চাঁদ

প্রেয়সী চাঁদ
..... ঋষি
==============================================
সমুদ্রের উপর আছড়ে পড়া স্রোত
কিলবিল করে এগিয়ে চলা ,মিলে মিশে একাকার কোনো দেহ তত্ব।
প্রগাঢ় লাবণ্যে গাঢ় হয়ে এলো শীতকাল,
জলের ইকিরমিকির ভিজে যাওয়া বাসনার এক ফালি চাঁদ।
একলা আকাশে উপহার দিক নিরুপম প্রেম
সময় ঘুমিয়ে পরে অথচ আমি জেগে।

ক্ষনিকের মননে ঈশ্বর যেখানে নগ্ন কোনো প্রেয়সী
উন্নর পাহাড়ের বুকে জ্যোৎস্ন্যা ভেজা মনোরম কোনো আদিম গন্ধ।
কয়েকফালি মেঘ তোমার নাভি বেয়ে
বৃষ্টি ভেজা শুন্যতা ,,,,,কিছুটা নীরবতা।
প্রেমকে দেখিনি কখনো কাছ থেকে
বারংবার নিলাম হতে দেখেছি প্রাচীন পাশা খেলার আয়োজন থেকে।
তুমি কি রমণীয় কোনো শীতের বেলা
মাটির পাত্রে চুমুক দিয়ে তোমার গন্ধ।
আফিমের মেদুরতা চুপচাপ ফিসফিস কিছু বলে
বাতি নেবে বারংবার আবার জ্বলে।
তারপর ,,,
সেই নীরব কিছু মুহূর্ত রোমন্থন আকাশের চাঁদ সুন্দরী প্রেয়সী।

সমুদ্রের উপর আছড়ে পড়া স্রোত
কিলবিল করে এগিয়ে চলা দেহ নদী আরো প্রকট কোনো সময়।
ভারতবর্ষের কোন রমনী স্নান করে গঙ্গা জলে
সে খবর উড়ে যায় আরব সাগর পাড়ি দিয়ে কামশব্দে।
সারারাত-উত্তেজনায় ভরা কিশোর আর মুখ ঢাকে চাঁদ
প্রেম আজ ছদ্মবেশী বিজ্ঞাপন কামার্ত দেহ জ্বলে।

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...