Sunday, January 29, 2017

পরিচয়পত্র

পরিচয়পত্র
........... ঋষি
==================================================
সমস্ত প্রতিবাদগুলো দমবন্ধ করে নিজের গোপনে
নোট বন্দি ,হালহকিকত ,রাজনীতি।
সমস্ত নিয়মের বাইরে মানুষের একটা পরিচয় থাকা জরুরী নিজের কাছে
আমাদের আছে পরিচয়পত্রে।
ঘুমিয়ে পড়া সময়ে মানুষগুলো সব মায়ের কোলের ধেড়ে খোকা
আর সময় সে রক্তাক্ত।

এইভাবে একদিন ডাইনোসোরস হারিয়ে গেলো
বিজ্ঞান সম্মত জীবিকায় একের পর এক  একে ফোর্টি সেভেন গর্জে উঠলো।
নভেম্বর ইলেভেন আরো কত
বাংলাদেশ ,পাকিস্তান ,ভারতবর্ষ ,নাইজেরিয়া ,সুদান
শুধু দেশ থেকে গেলো।
দেখুন এর  মধ্যে কেউ কেউ আবার তেড়ে এলো বলে
এই সময়ে মানসিকতায়  সত্যি বলতে নেই।
শুধু সত্যি আঁকড়ে বাঁচতে শেখা  মিথ্যের সাথে
ধর্ম ,কর্ম ,রং হাজারো বিভাজনে।
শুধু পুঁজিবাদী অলংকার
আর মানুষ সদা ত্রস্ত কুকুরে বাচ্চা সব।

সমস্ত প্রতিবাদগুলো মানুষের গোপন অঙ্গের লুক্কায়িত
কিন্তু প্রয়োজন আছে।
না হলে বাড়তে থাকা প্রযোজন প্রসেসিংএ শুধু কুকুর বাড়বে রাস্তায়
মার্ খেলে ক্যাও ক্যাও করে লেজ তুলে পালাবে।
কিন্তু মানুষ জন্মাবে না
জন্মাবে একাধিক ব্যাধির মতো বেঁচে থাকা এই সময়।  

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...