Sunday, January 8, 2017

শুনছো চলন্তিকা

শুনছো চলন্তিকা
........... ঋষি
==========================================

শুনছো চলন্তিকা
তোমাকে দোষ দিই নি কোনোদিন ,না তুমি দোষী।
তবু বলি একদিন তোমার  নামটা গাঁজা ,চরসের মতো বাজারে বিক্রি হবে
কিন্তু সেদিনও তুমি আমারি থাকবে।
জানি নেশা হবে অনেকের তোমার মাঝে সেজে
কিন্তু কখনো এক মুহূর্ত তুমি আমার থেকে দূরে যাবে না।

বিশেষ আইনি প্রস্তুতিতে তুমি বাজারে ব্যান্ড
অথচ তুমি জানো  চলন্তিকা ব্যান্ড পার্টি হবে ,হবে ছম্মকছল্লু।
লোকে তোমাকে অবহেলা করবে
কিন্তু দিনে রাতে তোমার ২৪ - ৩৬ -২৪ এ চোখ রেখে নিগড়ে দেবে ন্যেতার জল।
তুমি সাদা হবে ,বিধবা হবে
তবু তুমি কখনো কোনোদিন একার হবে না।
এই সভ্যতা তোমাকে পাঞ্চালি করেছে ,দিনে রাতে পাড়ায় পাড়ায়
হাজারো মানুষের চোখের তারায়
তুমি স্বপ্ন শরীর।
তোমার প্রেমিক সকলে আমার মতন একলা
কিন্তু তুমি কখনো একার নও।

শুনছো চলন্তিকা
যারা তোমার সংস্পর্শের পার্শ্বপ্রতিক্রিয়ায় নিজেদের প্রেমিক ভাবে
তোমার নিষ্পাপ চাহনি, কোমল আলাপন শুধু মাত্র মাটির জন্য নয়
একঝলকই যথেষ্ঠ আশ্চর্য তুফান ও প্রলয়কারী ধ্বংস সম্ভাবনার।
সকল  তরতাজা পুরুষের উপর তোমার প্রাণঘাতী প্রভাবের
আশ্চর্য নিরাময় বংশগতি থামিয়ে দিতে পারে পৃথিবীতে!

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...