Tuesday, January 3, 2017

নীরবতা

নীরবতা
........... ঋষি
===============================================
কান পেতে শোনো নীরবতা কিছু বলছে
পুরনো সেই ছায়াছবি থেকে বেরিয়ে বয়সের মিলিমিশিতে।
কিছুটা সভ্যতা ভ্রাম্যমান
আমরা দিন বদলাচ্ছি  বাঁচতে থাকার স্বার্থে।
সামনের ইতিহাসে ডাইনোসোরস কি ফিরবে
কিন্তু মানুষ  ?

হৃদয়ের কারুকাজ, জজবা খুলে ,শান্তির ঘুমঘোর
মৃত্যু জানি দরজা খোলা হাতছানি।
কত সভ্যতার মহাপ্রয়ান পর রাত্রি আরো শীতল, ভেসে যাবে  যাবে জ্যোৎস্নায়
প্রজাপতি রঙ, অসহ্য শ্রাবণ।
ফিরে পেতে চাওয়া একলা ভেজা সভ্যতার সবুজ রং
মহাবিশ্বের পৃথিবীর উপস্থিতি কতটা জানি না।
কিন্তু মানুষের কাছে পৃথিবী ?
চুপচাপ প্রশ্নগুলো চুইংগামের মতন চিবিয়ে
দরজার বাইরে ফেলে রেখে আসি।
ঘুম নেই
মৃত্যুর সমতুল্য সুখ যদি হয় ,তবে বেঁচে সভ্যতা আঁকিবুকি।

কান পেতে শোনো নীরবতা কিছু বলছে
ক্রিয়ার বিপরীত ফলে সম্ভাবনারা আজ গ্রহণ যোগ্য সভ্যতার লিরিকে।
বীজ হয়ে, জন্ম হয়ে পুণরায়  দেখানো ভদ্রপাড়া
ফিরে আসো বেনি দোলানো দুপুর চলন্তিকা।
আজ তোমার কথা ভাবি
সভ্যতা কি তোমার অন্তর্বাসে নিরিবিলি  একলা ?

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...