Friday, January 20, 2017

মানুষের পরিচয়

মানুষের পরিচয়
........... ঋষি
==============================================
এইভাবে প্রতি সকালে আত্মঘাতী হোক
নিদারুন বাঁচা।
কোনো বেওয়ারিশ লাশ হয়ে  মৃতদেহ চলে যাক গুমঘরে
আরো কাটাছেঁড়া হোক।
ছোট ছোট ছুরি নয় ঢুকে যাক গোটা একটা তলোয়ার তলপেটে
তারপর নির্মম আনন্দ নেচে উঠুক কোনো উৎসবের দিন।

মানুষ মরছে
মানুষ কারণ।
মানুষ পুড়ছে ,পুড়ে চলাটা নাকি সভ্যতা
আর প্রতিটা নগ্নতাকে সভ্যতা গালাগাল দেয় হিরোশিমার  আদলে।
আমার বুকের ভেতর থেতলে আছে বুক,
কারো চিবুকের আকর্ষণে,ঠোঁটের প্রলোভনে  আত্মঘাতী হবো না।
নিজের ভাঙাগড়া সয়ে হাসিমুখে দেখবো না
আরও কতটা সুউচ্চ হলো তার প্রাসাদ,তার বুকে রঙিন পিরামিড।
মিসিসিপি তলিয়ে গেলো ,মানুষ বুঝলো না আজও
মানুষের পরিচয়।

এইভাবে প্রতিদিন সকালে জিভ পুড়বে
নিদারুন মৃত্যুতে।
কোনো অজানা বালিচর হয়ে মানুষ কাটাবে আরো আগামী
আরো মৃত্যুর সাক্ষী এই বাঁচা।
ছোট ছোট শিশু নয় এই বার লাঞ্চিত সভ্যতা নিজের ঘরে
ফিরে থাকবে মানুষ পিঠ পুড়ছে। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...