Sunday, January 8, 2017

আর কিছুক্ষন আলো

আর কিছুক্ষন আলো
............ ঋষি
=============================================

ক্রমশ বিকেলটা ছোট হতে হতে একটা বিন্দুতে পরিণত
আর কিছুক্ষন ক্রমশ চারপাশে অন্ধকার।
ঠিক এইভাবে মানুষের মনে মৃত্যু ভয় আসে বাঁচার আশায়
কাল দিনটা আমার।
আমার ছোটবেলার সেই খেলনা ঘোড়াটা হয়তো আজ স্বপ্নে জীবিত
কিন্তু কালকের পর আবার ফিরে আসা।

চলন্তিকা তুমি বলো সকলকে ফিরে আসতে হয়
নিজের কাছে।
কখনো কোনো সময় আয়নায় মুখ দেখে নিজের দিকে তাকিয়ে থাকতে হয়
ভীষণ নগ্নতা তাই না।
 যে বাহু বিষম ছিল তাতে ভর দিয়ে চলতে চলতে স্বাভাবিক একটি ব -দ্বীপ গঠিত
 পলি জন্মায় আতপ মনে।
মন শব্দটা আগামী প্রজন্মের কাছে  হ্রস্ব ই  কার থেকে যায়
যা ক্রমশ চন্দ্রবিন্দুর মতো শব্দকোষেই হারানো।
আর মানুষের রক্তে বাড়তে থাকা কোটি কোটি বীজাণু
মনের ভিতর অযথা মৃত্যুর  কান্ডারি।

ক্রমশ হারানো আলোর সাথে বিন্দু গামী দৃষ্টি হয়তো একটা আশা
আর কিছুক্ষন তারপর আলোর মৃত্যু।
আলোর চিরকার চলন্তিকা তোমার মতো দেখতে
তোমার উন্নত বুকের উচ্চতায় আদিম লোভ।
লোভ ছিল বাঁচার ,আছে ,থাকবে আরো পরিণত
তারপর জানি হঠাৎ করে কালকের দিনটাও ফুরিয়ে যাবে। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...