Sunday, January 8, 2017

আদর্শ

আদর্শ
.............. ঋষি
=========================================================
আদর্শ ,আদর্শ চিৎকার
ঘুম ভেঙে সামনে দেখি আমার চার বছরের শিশু।
ঈশ্বর তুমি আদর্শবান পুরুষ
তবু আমি নিরালায় নগ্ন হয়ে আদর্শ খুঁজি নিজের আয়নায়।
আর ঈশ্বর নিজের শরীর রং তোলেন
সবুজ প্রকৃতি,লাল রক্ত , নীল আকাশ আর আস্ত সমুদ্র।

মৌনতা নাকি সম্মতির লক্ষণ
কিন্তু লক্ষণরেখা বারংবার পারাপার মানুষের মর্ডানিসমে।
গোর্কি সাহেব সমবেদনা খোঁজে ছেলেবেলায়
ঠিক তখনি আলো নিভে যায়
চারপাশে অন্ধকার
সমাজ হাঁটছে ,মৃতমানুষের ভিড়ে জীবিত যন্ত্রনা আর দেশ দাঁড়িয়ে অভাগী দাসত্বে।
এইবেলা শেখা ভাল না দেখেও না দেখা
শালা বেঁচে থাকাটা নাকি একটা সিস্টেম
বাইরে রিমেকি আলোর  ঘটা, জিরো ফিগারের রুপোলি চশমা
খুলে ফেলে লজ্জার শেষ বিন্দুটা।
আসলে প্রতিটা  ধর্ষণ নতুন এক নিয়ম তৈরী করে
মানুষের নগ্নতার।

আদর্শ ,আদর্শ চিৎকার
ঘুম ভেঙে যায় আমার চার বছরের ছেলেটা।
কেঁপে ওঠেন ঈশ্বর আদর্শবান পুরুষ
চাই লজ্জা নিজের  নগ্নতায় আদর্শ কোনো সময় জেগে  ওঠে।
আর ঈশ্বর মনের আনন্দে গেয়ে ওঠেন
ঘরে ফেরার গান ,,মানুষ তুমি ফিরছো কবে ?


No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...