একান্ত দ্বীপ
............ ঋষি
================================================
নিঝুম দ্বীপের হঠাৎ হাওয়াবদল
অনায়াসে দাহ্য বায়বীয় ফসিল জ্বালানী সবটাই স্বয়ংক্রিয় প্রথাগত।
সূর্য যোগান দেওয়া সহসা অগ্নি স্ফুলিঙ্গ
বিশ্বাস করো
একটা চিত্রা হরিণও আর বেঁচে নেই।
বেঁচে নেই শৈশব
আর প্রকৃতির খোঁজে তুমি নিরুপায়।
হৃদয় নামক দ্বীপটা ছেয়ে গেছে অতিরিক্ত লবনের বিষক্রিয়াতে
একবিন্দু সবুজও সেখানে তৃষ্ণার মতো মারাত্নক।
আর সাগরতটের দখলে অগুনতি বিষাক্ত কর্কট সব যাপন
যেখানে পা ফেললেই দংশনে মৃত্যু নিশ্চিত।
আজ আমাদের যৌথ স্নিগ্ধ স্মৃতিদের মত বিপন্ন সকল নিরিবিলি দ্বীপ
তিক্ততা আর নীলে প্রাণঘাতী সমগ্র বালুতট।
তুমি ভালো থেকো এই আশা ,
সম্মুখে পা রাখতে অতীত মুছে ফেলা জরুরী বিষয়।
চোখ দুটো সামনে বলে এই ভরসায়
শুধু তোমার এগিয়ে যাওয়া সামনে পা ফেলে।
নিঝুম দ্বীপের হঠাৎ হাওয়াবদল
একান্ত অধিকার চাইছি বলে এসব বলছি ভেবো না, ভেবো শুভাকাঙ্ক্ষী হিসেবে-
বিশ্বাস করো-
মিথ্যা বলার অভ্যাসটা এখনো আয়ত্তে আসেনি,অন্তত তোমার সাথেকোনোক্রমেই নয়।
আমি চাই তোমার নতুন পথচলা নিষ্কন্টক হোক
অনাগত প্রহরগুলোয় সুখে থাকো তুমি একান্ত দ্বীপে
অনাগত কোনো সম্ভাবনাই।
............ ঋষি
================================================
নিঝুম দ্বীপের হঠাৎ হাওয়াবদল
অনায়াসে দাহ্য বায়বীয় ফসিল জ্বালানী সবটাই স্বয়ংক্রিয় প্রথাগত।
সূর্য যোগান দেওয়া সহসা অগ্নি স্ফুলিঙ্গ
বিশ্বাস করো
একটা চিত্রা হরিণও আর বেঁচে নেই।
বেঁচে নেই শৈশব
আর প্রকৃতির খোঁজে তুমি নিরুপায়।
হৃদয় নামক দ্বীপটা ছেয়ে গেছে অতিরিক্ত লবনের বিষক্রিয়াতে
একবিন্দু সবুজও সেখানে তৃষ্ণার মতো মারাত্নক।
আর সাগরতটের দখলে অগুনতি বিষাক্ত কর্কট সব যাপন
যেখানে পা ফেললেই দংশনে মৃত্যু নিশ্চিত।
আজ আমাদের যৌথ স্নিগ্ধ স্মৃতিদের মত বিপন্ন সকল নিরিবিলি দ্বীপ
তিক্ততা আর নীলে প্রাণঘাতী সমগ্র বালুতট।
তুমি ভালো থেকো এই আশা ,
সম্মুখে পা রাখতে অতীত মুছে ফেলা জরুরী বিষয়।
চোখ দুটো সামনে বলে এই ভরসায়
শুধু তোমার এগিয়ে যাওয়া সামনে পা ফেলে।
নিঝুম দ্বীপের হঠাৎ হাওয়াবদল
একান্ত অধিকার চাইছি বলে এসব বলছি ভেবো না, ভেবো শুভাকাঙ্ক্ষী হিসেবে-
বিশ্বাস করো-
মিথ্যা বলার অভ্যাসটা এখনো আয়ত্তে আসেনি,অন্তত তোমার সাথেকোনোক্রমেই নয়।
আমি চাই তোমার নতুন পথচলা নিষ্কন্টক হোক
অনাগত প্রহরগুলোয় সুখে থাকো তুমি একান্ত দ্বীপে
অনাগত কোনো সম্ভাবনাই।
No comments:
Post a Comment