Wednesday, January 18, 2017

যদি কিছু বাকি থাকে

যদি কিছু বাকি থাকে
.............. ঋষি
=================================================
ঠিক কতটা বেঁচে
অযুত নিযুত হৃদয়ের পর্যায় পরিযায়ী সব।
সময়ের দ্রাঘিমায় দৃশ্যপট বদলায়
ঠিক যেন কোনো ঋতুর  দৃশ্য বদল ।
আমি তুমি দীর্ঘজীবী চিল
নীল আকাশে।

দমবন্ধ এই সভ্যতার গায়ে
লাল নীল আঁচিলে কোনো পরিচয় লুকিয়ে থাকে।
মানুষের রোজকার যাপনে যতটুকু বাঁচে
বাসি পান্তাভাত আর নুন লংকা সময়ের সাথে।
একটা অদ্ভুত আনন্দ যদি ছুঁয়ে যায়
সে তো পরিচয়।
একা  থাকা
যেমন এই চতুর্ভুজের সীমানায় নিয়ম ,সমাজ ,সময় আর আদালত।
আর আদালতের দরজায় সকলে আমরা
মহান ঈশ্বর তুমি কি শুনছো ?
তুমি কি সত্যি কোনো আদরের সন্ধ্যের শঙ্খের শব্দ।

ঠিক কতটা বেঁচে
অযুত নিযুত ,চন্দ্রবিন্দু চাঁদ আকাশের পর্যায়।
আমাদের জানলা দিয়ে আকাশ দেখা যায়
সেও কোনো চুক্তি বোধহয় বেঁচেথাকা আর ভাল থাকার ফাঁকে।
বাকিটুকু শুধু পরিচয়
সম্পর্ক হজম করার যদি কিছু বাকি থাকে।

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...