Tuesday, November 12, 2019

আশিয়ানা


আশিয়ানা
...... ঋষি

নিহিত অন্তর্বাস ,আরো গভীর দীর্ঘশ্বাস ,
সময়ের  উঠে আসছে তোমার গভীরতায় অনন্ত অভিমান।
পিছনে ফিরে যেতে হবে ,
সময়ের বইটা খুলে দেখতে হবে আনমনা আঁকিবুঁকি ,
হঠাৎ ঘুম না আসা চোখে
হৃদয়ের আশিয়ানা।

তীব্র ব্যস্ততা
তোমার নতুন চশমা চোখে খুঁজে ফেলতে চাওয়া অনন্ত দিন।
যেতে হবে তোমার অতীতে ,আঁতুড়ঘরে ,পুরোনো সেই প্রথম চিঠিতে
প্রথম সেই প্রেমিকের বুকে।
গুমরে থাকা শীত ,প্রথম পুতুলের ঘর ,লুকোনো অভিমান
মায়ের হাতে কাজল ,পায়ের তলায় কাজলের টিপ্
বড় মিস করি।
ব্যস্ত আমরা কাগজের নৌকো ,সংসারে পুতুলখেলা ,ভাঙা চোরা আবদার
আরো একলা থাকাতে।
ফিরে আসতে চাওয়া প্রেমিক
নদীর বুক চিরে দূরে অস্তগামী সূর্যের শেষ ছায়া ,
অচেনা সকাল
আমি তবু আছি ,তবু আমি ভালোবাসি।

পুরোনো স্মৃতির এলবামে খুঁজে পাওয়া তোমাকে
প্রথম চুমু  আর তোমার ছোঁয়াতে ,
খুঁজে পাওয়া তোমার পুড়তে থাকা ,কলেজের দিন ,নাটকের সিন্
প্রথম কবিতা।
সবটাতে প্রেম ছুঁয়ে থাকা ,বড় বিশ্বাসে বাঁচা
যারা মিশে আসে আলো ছায়ায় ,যাদের ঘিরে তোমার আগামী ,
পথে ছুঁয়ে  নামা দাঁড়িয়ে একা আমি।
লম্বা স্মৃতিপথ ,হৃদয়ে ঘরে সংলাপ
জীবিত আশিয়ানা
তুমি
তোমার সুখ।

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...