Thursday, November 14, 2019

সিঁদুর

সিঁদুর
.... ঋষি

সিঁদুর মানে কৌটো বন্ধ নিজের চেতনা
অনেকটা ঠুলি পরা ঝিমিয়ে থাকা দুপুরের ভোজ।
সিঁদুর মানে পরপুরুষ  দেখতে নেই
সত্যি বলতে নেই,
সিঁদুর মানে  মেঘ ডাকলে যদি বৃষ্টি নামে দু উরুর মাঝে
অপেক্ষা করতে হয়।
সিঁদুর মানে পথচলতি নিজের প্রিয় ইচ্ছাগুলো প্রতিদিন ,প্রতিমুহূর্তে
হত্যা করতে হয়।

সিঁদুর মানে ভালোবাসতে নেই নিয়ম ছাড়া
নিয়মছাড়া একলা পথে হঠাৎ মনে আসা প্রিয়মুখটা হত্যা করতে হয়।
সিঁদুর মানে ব্যালকনিতে দাঁড়িয়ে সংসারের কথা ভাবতে হয়
রোদে পিঠ পুড়িয়ে সংসার ঢেকে রাখতে হয়।
সিঁদুর মানে দুপুরের পাতে কিছু উচ্ছিস্ট
সময়ের ডাস্টবিনে বিরক্তিগুলো জমা রাখতে হয়।
সিঁদুর মানে চোখের জলে লুকিয়ে কবিতা লিখতে হয়
টিভি সিরিয়ালে জমিয়ে ঝগড়া করতে হয়।
সিঁদুর মানে হঠাৎ গুটিয়ে গিয়ে নিজেকে সম্পর্ক প্রমান করতে হয়
কিংবা ধরো  নপুংসুক সময়ের সন্তান ধারণ করতে হয়।
সিঁদুর মানে সারাদিন খাটনি ,শুধু সংসার চাল, ডাল ,নুন
তবুও সেই পুতুলখেলা ,জেনেও করা ভুল।
সিঁদুর মানে বিছানার চাদর ,রাতের শরীর ,সন্তানের স্তন
তবুও কোনো মেঘলা বিকেলে আনচান সেই মন।
সিঁদুর মানে একলা বাঁচা
তবুও নাটক সময়ের খাঁচা।

সব সত্যি ,সব মিথ্যা
তবুও সময় মুখ বন্ধ ,কান বন্ধ , শাড়ি পরে সন্ন্যাসিনী।
ইচ্ছেগুলো উপোস করে মরা
কোনো স্বপ্নে দেখা বিদ্রোহিনী।
সিঁদুর মানে শুধু নামেই ..
" যদেতৎ হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম।
যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব।।" ...
আর বাকিটুক সামাজিক  ...........



No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...