Tuesday, November 12, 2019

ভালোবাসা থেকে শ্মশানে


ভালোবাসা থেকে শ্মশানে
.......... ঋষি

গেরুয়া কাপড় ,গাঁজার কল্কে
বয়ে যাওয়া নদী যেন ভেসে যাওয়া সময়।
ভালোবাসা থেকে শ্মশানে
চলে যাওয়া থেকে খালি পায়ে চন্দন কাঠ আর অগরুর গন্ধে।
সবটাই পবিত্র
সবটাই সত্যি ,
সত্যি যদি মানুষ ভালোবাসতে পারতো।

সময় কাটানো
সময়ের ব্যস্ততায় বাড়তে থাকা দূষিত হৃদস্পন্দন।
ভালোবাসা কার গভীরে কতটা
কতটা ভালোবাসলে মৃত্যুকে ছোট মনে হয়
এই সব কল্পিত।
চলন্তিকা হঠাৎ কান ছুঁয়ে ফিসফিস
ভালোবাসি,
গঙ্গার জলে তখন সদ্য আসা যৌবন চঞ্চল হৃদয় কাব্য।
দূরে কোথাও কোনো ডিঙি নৌকা
অন্ধকারে পুড়তে থাকা ফার্নেসে সময়ের শরীর
এখন প্রশ্ন একটা থাকে
শরীর পুড়ে যায় কিন্তু ভালোবাসা কোথায় যায় ?
ভালোবাসা পুড়ে গেলে শরীর কি বেঁচে থাকে ?
দূরে অজস্র কান্নার শব্দ
আপনজনের চোখের নোনতা জল যেন ভালোবাসার নিমন্ত্রণ।

কল্কেতে এক টান
ধোঁয়া ওঠা বন্য সভ্যতায় মানুষ।
মানুষ লাল চোখে ভালোবাসা চাখতে থাকে
সেটা যে শরীর ,
আর ভালোবাসার শরীর মিশে যেতে চায় ভালোবাসায়।
কি আবোলতাবোল
এই সভ্যতায় কোনটা ভালোবাসা কোনটা হরি বোল ,
শব্দগুলো আজকে শোনা মনে হয় চলন্তিকা
পুড়তে থাকা শরীর ,ধুপ,অগুরুর সাথে শ্মশানে।

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...