Wednesday, November 27, 2019

ক্যামেরা চলছে


ক্যামেরা চলছে
........... ঋষি

সুমেরু থেকে গড়িয়ে নামা  বরফ
            গড়িয়ে নামা শীত আমার শহরে ,
শীত করছে
ভয় করছে আমার ।

দূরে ডার্করুমে  একের পর এক ছবি ডেভলোপে ব্যস্ত
সিনেমাগ্রাফি
পৃথিবীর শেষ দিন।
মিসিসিপি সভ্যতা ,গ্রিক ঘোড়া ,সমস্ত মাইথোলজি
মাথার ভিতর চেতনার ঘর।
আলো জ্বলছে ,আবার নিভছে
ডুবে যাচ্ছে সময়ের সূর্য।

যে কোনো কথার ভিতর লুকিয়ে থাকে অসংখ্য সম্ভাবনা
মাংসের পিন্ড ,জমানো বোতাম
তোর শরীরে থেকে যাওয়া আমার ঘামের গন্ধ।
লালচে স্বপ্নের দূরাভাষে
ব্যক্তিগত হয়ে যাচ্ছি
ভুলে যাওয়া দরজাটার কাছে এসে ভিতরে অসংখ্য শোক
পিছলা যখন।
ফেলে যাচ্ছে সমস্ত মৃদুজল ও খরজলের শীতরেখা
ফিরে আসা  যৌনতার কথা।
এড়িয়ে যাচ্ছি দৃশ্যগুলো
কাটাছেঁড়া করে তুলে আনছি নিজের হাতের তোর ধুকপুকটা
আর অসংখ্য টানাপোড়েন
হাফছুটির পুরনো রাস্তায়
আমার সময়ে সাদা কালো সিনেমার পর্দার নারী
ধুস ক্যামেরা চলছে । 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...