Tuesday, November 5, 2019

দূষিত


দূষিত
.... ঋষি

বাতাসে বেড়ে চলা দূষিত ধূলিকণা
এই শহরে বেড়ে চলেছে লোভ অন্ধকার কালো হাতের।
হাতের ছায়াতে শহর ডুবে থাকে
স্বপ্ন দেখে মানুষ ,স্বপ্ন দেখায় সময় বোকা মানুষ ,
বোকা বাক্সে চোখ রেখে কনডমের সুপ্ত প্রেম বেড়ে ওঠে
জাপানি ঘোড়ায়।

তোমার সবুজ রঙের জামা
তোমার সবুজ রঙের আঁচলে বাঁধা মুঠো ভরা স্বপ্ন।
তোমার ক্যালাইডোস্কোপে ভাঙাচোরা সত্তরের দশকের বাবুদের কলকাতা
আতোরমাখা ধুতি ,তাঁতের শাড়ি
বুকের ব্লাউসে লেগে থাকা কাদম্বরী ,হাতে কাঁচ মহল।
রবিঠাকুর তখন বোলপুরে ,তখন ছিল তোমার আলাদা মহল
কি হলো স্বপ্ন ভাংছে চলন্তিকা
কোথায় দাঁড়িয়ে তুমি ,
সেই পুরুষ
এই পুরুষ
কি বদলাচ্ছে চলন্তিকা ,কিছু বদলাচ্ছে না
শুধু হঠাৎ কোনো এক দুপুরে এক সময় দৃপ্ত পুরুষ ছুটে যাচ্ছে ,
চেনা বারান্দা দিয়ে
ঘরের চাদরে লুটিয়ে আছে কাদম্বরীর মৃত শরীর।

বাতাসে বেড়ে চলা ধূলিকণা
এই শহর দূষিত এখন অলিতে গলিতে অজস্র মৃত  হৃদয়।
শরীরে লেগেছে লোভ ,শরীরে কাছে মানুষ নতজানু
মানুষ ভাবছে সময় আসছে ফিরে ,অথচ সময় সেইখানেতেই।
তোমার দেওয়ালে হেলান দিয়ে ছবিটা
আজও পুরোনো হচ্ছেনা চলন্তিকা তোমার লাস্যময়ী হাসিতে।
শুধু ধুলো জমছে ক্যানভাসে ,রংগুলো কেমন আঁশটে গন্ধে
ঘোড়া দৌড়োচ্ছে
দৌড়োচ্ছে বোকা মানুষ অজানাকে ছোঁয়ায়।

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...