Sunday, November 17, 2019

তিনটে পথ


তিনটে পথ
... ঋষি

সকালের ঘুমে তিনটে পথ
একটাতে যেতে হবে ,
আবার একটা জ্যান্ত রাত ভালোবাসতে ভালোবাসতে ক্লান্ত হয়ে ঘুমোচ্ছে
ঘুমোচ্ছে দেহ ,
দূরে কোথাও নিঃশব্দতা ভেঙে উঠে আসছে ট্রাম
শহরের বুক ছিঁড়ে তখন কেমন একটা সকাল হওয়া লেগে।

কুয়াশা গড়াচ্ছে
সকালের ঘুমে নগ্ন বিষাক্ত প্রেম একমনে উপন্যাস লিখছে
ভালোবাসা ,ভালোবাসা।
ফেন্সুই মেনে মাখানো উপন্যাসের পাতায়
উঠে আসছে হাজারো চরিত্র।
চরিত্র বিন্যাসে কখনো ভুল করে নি ঈশ্বর
মানুষের ফাঁকা ঘরগুলো ভাড়া দিয়ে চলে গেছে অনেক্ষন
সম্পর্ক।
মেঘ ভাঙা বৃষ্টিতে অন্য মেজাজ শহরের
রাষ্ট্র দৌড়ে আসছে ,সময় গা চুলকোচ্ছে ,পাহাড়ি শীত
এই শহরে ভালোবাসা পাওয়া দুস্কর।
বৃষ্টি আসে নি বহুদিন
অনবরত শহর লিখতে লিখতে ক্লান্ত কলমের নিবে আজকাল ধ্বংস
মাঝে মাঝে পালাতে ইচ্ছে করে আমার  নিজেকে ছেড়ে
হয়তো তোমাকে ছেড়ে
খুব দূরে।

সকালের ঘুমে তিনটে পথ
তুমি এসে দাঁড়ালে ,ফিরে তাকানো যায় না তোমায় ছেড়ে
অন্য পথে।
পথ ভুল হয় ,ঠিকানা ভুল হয়
চরিত্র বদল।
পুরোনো শহরের স্মৃতি হিসেবে আজ শুধু এই ট্রাম গাড়ি রয়ে গেছে
সব বদলেছে।
ঝাঁ চকচকে  বড় বড় দোকান, শপিং মল
এখন শুধু সাজানো ম্যানিকুইন।
ঈশ্বর দাঁড়িয়ে ভালোবাসায় একলা
অথচ ভালোবাসা ফুরিয়ে যায় একলা হওয়া এই  শহরে।

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...