Wednesday, July 15, 2020

মন পাখি

মন পাখি 
... ঋষি 
.
তোমাকে খুঁজতে গিয়ে আমি যেন  সবুজ চোখে একলা কোনো মন পাখি, 
মাটিপোকাদের নিস্তেজ শরীরে লুকিয়ে থাকা অভিব্যাক্তি 
আমি বুঝতে পারি। 
উপনিষদকে উল্টেপাল্টে নিলাম
উল্টেপাল্টে নিলান সময়ের বুকে বুক আঁকড়ে থাকা অভিমান, 
আজ এতদিন পর, আজ এতযুগ পর
তোমাকে খুঁজে পাওয়া  ঝড়জলের রাতে,সময়ের জরায়ু জুড়ে
আজ শুধু ফেলে আসা দাগ।  
.
স্থির সরোবরে ঢিল ছুঁড়ে  বলয় খুলে বারংবার  ছুঁয়ে যায় কূল 
মানুষের স্বপ্ন , 
তির চোখে পাখি, মাছ লোভী দৃশ্য  কেঁপে কেঁপে ওঠে
মানুষের ভয়, 
সময় নেমে আসে ছোঁ মারে 
তারপর হারিয়ে যায় সব। 
হঠাৎ মুহুর্তের  পদ্ম পাতায় কিছু জল পড়ে পথ ভুল করে
কিছুটা ছলকে পড়ে অসময়ের কাব্যে দৈনন্দিন, 
জল শাড়ির নীচে নীলসাদা কোমল আদিম  স্বাচ্ছন্দ্য
এক অপার রহস্যময় খণ্ডিত বোধ, 
মরীচিকা মনে হয়। 
.
তোমাকে খুঁজতে গিয়ে আমি যেন  সবুজ চোখে একলা কোনো মন পাখি, 
আজ সারাদিন শুধু গভীর আকাশে একলা হয়ে ঘুরেছি 
নিজের জাবরকাটা প্রক্রিয়ায়। 
রুটির মানচিত্রে এক দেশ আর পাঁজরের হাড়ের খণ্ড খন্ড করেছি 
ভাবনার সরোবরে সময়ের ঘুম। 
পিঠ লেগে গেছে রাষ্ট্র
পিঠে লেগে গেছে সময়ের সফরে বেদুইন উদ্দেশ্য
ইচ্ছেভাত বুড়ো আঙুল দেখিয়েছি ডানায় ভর করে  সভ্যতার মুখে।

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...