Thursday, July 16, 2020

কো লা জ


কো লা জ 
.... ঋষি 
.
জন্ম আর মৃত্যুর মাঝে তফাৎ কি জানো 
দুটোই সত্যি ,
বিজ্ঞাপনে যারা সমুদ্রের শঙ্খ দেখিয়ে জলকেলি করে ,
তাদের নোনতা শরীরে রক্তের ছোপ। 
.
মানুষ ঠিক ততটুকু বোঝে 
যতটুকু চোখের আয়নার গভিরে শুয়ে থাকা পথ ,
তারপর অনেকটা ঈশ্বর শুধু কল্পনায় ভালোমন্দ চায় ,
মানুষ বদলায় 
কারণ মানুষ নিজের অভ্যেস উপকূলে বদলাতে চায়। 
.
মৃত্যু দেখলে তোমার ভয় করে চলন্তিকা 
আমি আকাশের ভিড়ে অজস্র শহরের মুখে মৃত্যু দেখি রোজ ,
সময়ের গায়ে দেশলাই ঘষে 
নিয়মিত আমার রাষ্ট্রে ,মুখাগ্নি করি প্রয়োজনীয় সমাজ ,
সেখানেও জন্ম থাকে তুমি জানো  বোধহয় 
পুরনো হলদেটে চিঠি সেখেনেও লোকানো থাকে বুকের ভাঁজে।
.
জন্ম মৃত্যুর কাব্যে 
একটা কমন ফ্যাক্টর হলো যেখানে আমি তুমি কেউ দায়ী নই ,
জন্মানো সত্যির মতো 
প্রতিটা বেঁচে থাকাকে বারংবার মরতে হয় সময়ের কাছে। 
কেউ হাতে তুলে নেয় রক্ত 
কেউ অভিমানে ভরে রাখে এক বুক আকাশে,
উড়িয়ে দেয় নিজেকে আকাশের ডানায় 
তারপর সত্যিটা সবাই জানে
 ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়।
  

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...