Thursday, July 2, 2020

অন্য কারো হাত

অন্য কারো হাত
... ঋষি 
.
আত্নহত্যার আহুতি নিয়ে
সমস্ত বিকল্প ভাবনার বিপরীতে চৌম্বকীয় নিয়ম খাটে না,
আজকাল মানিয়ে নেওয়ার প্রবনতায় তুমি
সকাল খুঁজছো। 
অথচ বিপরীতে সকাল দাঁড়িয়ে জ্যোৎস্ন্যা খুঁজছে তোমার শরীরে
আসলে পৃথিবীতে সত্যি কেউ কারোর মতো হয় না।
.
মানিয়ে নিতে হয় সকলকে
সকালের দরজায় দাঁড়িয়ে ফুৎকারে সমুদ্র উড়িয়ে
নোনা বৃষ্টি নামিয়ে নিতে হয়।  
একলা ভিজতে হয়
তারপর যেন হঠাৎ নিহত আত্মার আয়নায় দাঁড়িয়ে নিজেকে বলতে হয় 
ভালো আছি। 
.
সত্যি চলন্তিকা ভালো আছি তো আমি
যেমন অন্ধকার মেঘলা আকাশে হঠাৎ উঁকি মারা চাঁদ 
তোমার আঁচল ধরে বলে টি দিয়ে যা। 
যেমন সকালের রোদ্র সিক্ত শহরে বাস স্টপে দাঁড়ানো মেয়েটাকে 
তুমি মনে হয়। 
মনে হয় এমনি রৌদ্র  কোন দিনে তুমি হেঁটে চলে যাচ্ছ 
আমার থেকে দূরে
খুব দূরে,
যেখান থেকে তোমাকে ফেরাবার জন্য আমায় একটা জন্ম নিতে হবে
যেখান থেকে তোমার হাত ধরতে 
তোমায় ছাড়তে হবে অন্য কারো হাত। 
 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...