Saturday, July 25, 2020

জোড়াসাঁকোর গল্প

জোড়াসাঁকোর গল্প
... ঋষি 
ছড়িয়ে ফেলেছি কয়েক মুঠো ভাবনা
আর কিছু অনন্য অদ্ভুত আব্দার তোমার গভীরে,
হঠাৎ আজ  নিজের রোবটিক্স ওয়ারল্ডের ডিকশানারি খুলে
লিখে ফেলেছি সেই মেয়েটাকে
যে গতকাল আমার জন্য  বৃষ্টিতে দাঁড়িয়ে ভিজেছিল। 
.
একরাত না ঘুমিয়ে 
একরাত কেবল মাত্র কবিতা লিখে আজ অবধি কেউ প্রেমিক হতে পারে নি ,
প্রেমিক হতে হলে ঈশ্বর হতে হয়। 
এই যে সময় বলে  কবিরা সকলেই প্রেমিক
এই যে জনতা বলে কবির কলমে ঈশ্বর 
ডাহা মিথ্যে 
কারণ জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির ছাদে  আজও একটা মেয়ে ভেজে 
বৃষ্টিতে দাঁড়িয়ে
একলা প্রেমে। 
.
আসলে কি জানো কবিরা ভীষন স্বার্থপর
এদের ভীষন হাঁচি-কাশি আরও অনেক মনের রোগ, 
এদের পৃথিবীতে শব্দরা পুত্রেষ্টি যজ্ঞ করে
কিন্তু যোগ্যতার পৃথিবীতে এরা কেউ মানুষ হতে পারে না,
পারে না হতে ঈশ্বর 
এরা শুধু স্বার্থপর 
শুধুই কবি। 
সেকারনে যুগে যুগে কবি  প্রেমিকাকে দিয়েছে জন্ম শুধু সাদা পাতায় 
দিয়েছে অলংকার শব্দের আছিলায়  
কিন্তু সাহস করে আজ অবধি খুব কম আছে
যে বৃষ্টিতে দাঁড়ানো প্রেমিকার মাথায় ছাতা  ধরে বলেছে 
জোড়াসাঁকোর প্রেমের গল্পটা মিথ্যে ছিল । 

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...