Friday, July 17, 2020

আদুরে বেড়াল



আদুরে  বেড়াল
.... ঋষি 
মধুমিতা দি কেমন আছো তুমি ?
সময়ের ব্যালকনিতে কি আজও তুমি আসো বিড়ালের মতো ?
যৌবনে কি দেখতে ছিলে তুমি 
তোমার পশমে মেঘ ,সে সব থাক,
তোমার এক সমুদ্র মেঘের মতো চুল 
অসময়ের বৃষ্টি। 
.
বিয়ে হয়ে গেলো তোমার 
যেমন প্রতিটা দিনের শেষে রাত্রি আসে ঠিক তেমনি তুমি 
আজ ফিরে এসেছো বাপের বাড়ি। 
সময়ের সংসার 
তোমার বর নাকি দ্বিতীয় সংসার পেতেছে 
তুমি এখন বড়ি দেও ,কাপড় কাচো  ,পূজা পার্বণে ভাবের ঘরে থাকো। 
জানলা দিয়ে মানুষ দেখো 
আর আমি দেখি তোমায় ঠিক চিড়িয়াখানার পাখিদের মতো। 
.
মধুমিতা দি কেমন আছো তুমি ?
ঠিক আগের মতো কোনো এক একলা দুপুরে তুমি কি কাউকে জড়াও,
ঠিক আগের মতো তুমি কাউকে বলো 
যদি তুই ছোট না হতিস তোকে আমি বিয়ে করতাম। 
সময়ের ব্যালকনিতে এখন লম্বা রৌদ্র ছায়া ফেলে হেঁটে যায় একলা বিকেলে 
একটা সাদা বেড়াল আজকাল তোমার খুব প্রিয় ,
আমিও এখন আর বিড়াল ছানা নই। 
.
সময়ের দরজায় তোমার কালো চুলের পাশে সাদা চুল 
আর ঠিক মাঝখানে একটা লাল নদী 
লাল সিঁদুর। 
প্রশ্ন করি নি আমি ,ওটা আর কেন ,
কারণ জানি এখন ওটাই তুমি 
খাঁচার ভিতর বন্দী আকাশ সময়ের দরজায়।  
.
এতটা সময় বদলালো ,
বদলালো গান্ধারীর  একশো সন্তান আজ প্রায় একশো ত্রিশ কোটিতে 
কত শহরের নাম বদলালো ,বদলালো কত দেশের মানচিত্র 
কিন্তু সত্যিটা কি জানো 
বদলাও নি তুমি মধুমিতা দি ,
একই রকম তোমার রূপ ,তোমার গন্ধ ,তোমার ভাবনা 
ঠিক আগের মতো ,
আর আমি সেদিনকার তোমার আদুরে বেড়াল।  

.
  

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...