Tuesday, July 28, 2020

কার কাছে যাবো



কার কাছে যাবো
... ঋষি
মাঝে মাঝে মনের মাঝে প্রশ্ন জাগে 
কার কাছে যাবো? 
আকাশের চাঁদের কাছে একটা প্রশ্ন বোধহয় আজও অর্বাচীন 
উত্তরগুলো লেখে সময়ের মানুষ,
তবুও প্রশ্ন থাকে আমি কার কাছে যাবো 
এই পৃথিবীতে কি কোথাও কি  আমার আমিটা আছে? 
.
ইদানীং আকাশের দিকে তাকিয়ে প্রশ্ন করে সেই মেয়েটা
হয়তো দুঃখ করে 
ঈশ আকাশে চাঁদের বুড়িটাও আজকাল গত শতাব্দী হয়ে গেছে। 
শতাব্দীর থেকে দূরে দাঁড়িয়ে আমি 
চাঁদের বুড়িটাকে দেখি 
প্রশ্ন করি বুড়ি , তুমি তো নিশ্চয় জানো আলো আঁধারি আর মেঘেদের কথা
আর মানুষের বুকে চাঁদের ব্যাথা
আর বৃষ্টিদের কথা  । 
.
উত্তরগুলো ঠিক হজম হয় না
প্রশ্নগুলোও কেন জানি শেষ হয় না, 
আকাশের গায়ে দুটো ঘুড়ি একটা কালো, অন্যটা সাদা
পৃথিবীতে ঠিক একই 
কালো আর সাদা। 
হঠাৎ বিকেল ফুরিয়ে অন্ধকার নামতে থাকে পৃথিবীতে 
ঢেউএর পর ঢেউ আছড়ে পরে ক্রমাগত সময়ের গায়ে,
নিস্তব্ধতায় নোনতা  সময়ের বালি মেখে হেঁটে যায় দুটো শরীর
বালির উপর, 
দুজনেই হাঁটতে থাকে পাশাপাশি। 
আছড়ে পরে সাগরের জল 
ভেঙে যেতে থাকে শরীরদুটো 
ঢেউএর আঘাতে ভাঙতে থাকে,
ভাঙতে থাকে সময় 
তারপর সংসার,শহর আর বাড়িঘর ভেঙে 
তারা গিয়ে দাঁড়ায় সমুদ্রের মুখোমুখি
সত্যির মুখোমুখি 
তাদের  আর  সত্যি কোথাও যাওয়ার জায়গা নেই। 

   

No comments:

Post a Comment

nogorayon

সর্বত্র নগরায়ন নিয়ম বিরোধী  কোথাও তো  ছায়া দরকার ,গাছ দরকার ,দরকার সবুজ  কোথাও নিজেকে রাখাবার দরকার ,বাঁচার দরকার ,দরকার আশ্রয়,  অজস্র জাতহী...