Thursday, July 23, 2020

মৃত সংলাপ



মৃত সংলাপ
.... ঋষি 

যেখানে দেশ ভাবতে গিয়ে
মানুষের বুকে জন্ম নিচ্ছে নিস্তব্ধ এক একলা শহর,
যেখানে প্রতিদিন মানুষকে সহ্য করতে হচ্ছে
নিজেদের লাশ,
জানি সেখানে খিদে শব্দটা ভালোবাসার মতো ক্যামোফ্লেজ করছে
ক্রমশ গড়িয়ে নামছে শহর দিনের থেকে রাত। 
.
মানুষ ছুঁয়ে দিচ্ছে রোজ
মৃত ফুটপাথ, 
মেয়ে মানুষের বুকে শুধু হাহাকার 
শুধু কান্না
জন্মানো সমাজে আজ অজস্র মানুষের পাপ, 
তবু মৃত সন্তানের মুখ কাঁদছে গাছেদের মতো একলা দাঁড়িয়ে
যেন গৃহস্থের শুন্য হাঁড়িতে শোক পুড়ছে চিতাকাঠে। 
.
দিন কাটছে 
যেমন কাটে রোজ,
শোক বাড়ছে, 
মৃত শহর আজ দাবানল বুকে এগিয়ে চলেছে 
ফুটন্ত হাঁড়িতে মৃত মানুষের চামড়ার গন্ধে। 
মানুষ স্বপ্ন দেখছে আবার জন্মাবে বলে
মানুষ কাঁদছে নিজেকে হারাবে বলে,
মৃত আগামীর বুকে শুয়ে থাকা প্রেম 
সীমান্তে গোলাবারুদে পুড়তে থাকা দেশ,
কিছু হচ্ছে না, কিছু বদলাচ্ছে না
শহরে বাড়তে থাকা জল, মৃত মানুষের কোলাহল 
মিথ্যে হয়ে যাচ্ছে কবির পুরোনো  সংলাপ
আবার আসবো ফিরে।

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...