Thursday, July 9, 2020

মৃত্যুর আলফাজ



মৃত্যুর আলফাজ 

.... ঋষি 

.

দিশাহীন স্তব্ধতা 

বুকের আঁচলে আছড়ে পড়া ঢেউ ,

কোনো অচলয়াতনে বাড়তে থাকা ইচ্ছেগুলো কখন যেন গাছ হয়ে যায়।  

খুব নিবিড়ে ভাবতে ইচ্ছে করে 

অন্ধকারের পায়ের শব্দে ঠিক কতটা জীবন ,

চিরকাল সেই গভীরে পায়ের ধ্বনিটুকু শুনতে পাবো তো। 

.

শুনতে পাবো তো পবিত্র আত্মার শব্দ 

না কি অন্ধকার হাতড়ে আমার হাতের মুঠোয় শুধু রক্তাক্ত হৃদপিন্ড ,

সময় হাতুড়ি দিয়ে থেঁতলে দেবে জন্মের মাথা 

আবারো হয়তো রক্তফোঁটাগুলো বৃষ্টি হয়ে ঝরবে একলা শ্রাবনে। 

আবার হয়তো আকাশ ভেঙে খাঁচার পাখি 

রোজকার জীবিকায় শহরের রাস্তায় খুব সাধারণ

হয়তো কোনোদিনও আর কবির লেখা হবে না আগামীর গল্প। 

.

প্রতিদিন তিল তিল করে বেড়ে ওঠা শহরের টবের গাছটা 

হঠাৎ কেউ ঠেলে ফেলে দেবে সংসারের চারতলার ছাদ থেকে ,

ফিরে তাকাবে না কেউ  

অপরিহার্য জীবনে কিছু আসবাব অতিরিক্ত সর্বদা। 

শহরের কোনো অচেনা পুরোনো ভাঙা চোরা  দোকানে 

খুঁজে পাওয়া যাবে মৃত লাশ ,

ভাঙাচোরা টবের মতো শহরের প্রতি রাস্তায় 

শুকনো সবুজ আবারও নিয়মিত তখন। 

.

কি হয়েছে তোর ?

কি সব লিখছিস ভুলভাল আলফাজ ?

আমি তাকালাম চলন্তিকার মুখের দিকে 

বললাম জন্ম লিখতে লিখতে বোধ হয় হাঁপিয়ে যাচ্ছে জীবন 

তাই এইবার মৃত্যুকে ছুঁতে চাইছি শেষবারের মতো।  

.... ঋষি 
.
দিশাহীন স্তব্ধতা 
বুকের আঁচলে আছড়ে পড়া ঢেউ ,
কোনো অচলয়াতনে বাড়তে থাকা ইচ্ছেগুলো কখন যেন গাছ হয়ে যায়।  
খুব নিবিড়ে ভাবতে ইচ্ছে করে 
অন্ধকারের পায়ের শব্দে ঠিক কতটা জীবন ,
চিরকাল সেই গভীরে পায়ের ধ্বনিটুকু শুনতে পাবো তো। 
.
শুনতে পাবো তো পবিত্র আত্মার শব্দ 
না কি অন্ধকার হাতড়ে আমার হাতের মুঠোয় শুধু রক্তাক্ত হৃদপিন্ড ,
সময় হাতুড়ি দিয়ে থেঁতলে দেবে জন্মের মাথা 
আবারো হয়তো রক্তফোঁটাগুলো বৃষ্টি হয়ে ঝরবে একলা শ্রাবনে। 
আবার হয়তো আকাশ ভেঙে খাঁচার পাখি 
রোজকার জীবিকায় শহরের রাস্তায় খুব সাধারণ
হয়তো কোনোদিনও আর কবির লেখা হবে না আগামীর গল্প। 
.
প্রতিদিন তিল তিল করে বেড়ে ওঠা শহরের টবের গাছটা 
হঠাৎ কেউ ঠেলে ফেলে দেবে সংসারের চারতলার ছাদ থেকে ,
ফিরে তাকাবে না কেউ  
অপরিহার্য জীবনে কিছু আসবাব অতিরিক্ত সর্বদা। 
শহরের কোনো অচেনা পুরোনো ভাঙা চোরা  দোকানে 
খুঁজে পাওয়া যাবে মৃত লাশ ,
ভাঙাচোরা টবের মতো শহরের প্রতি রাস্তায় 
শুকনো সবুজ আবারও নিয়মিত তখন। 
.
কি হয়েছে তোর ?
কি সব লিখছিস ভুলভাল আলফাজ ?
আমি তাকালাম চলন্তিকার মুখের দিকে 
বললাম জন্ম লিখতে লিখতে বোধ হয় হাঁপিয়ে যাচ্ছে জীবন 
তাই এইবার মৃত্যুকে ছুঁতে চাইছি শেষবারের মতো।  


No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...