Tuesday, July 21, 2020

বৃষ্টির স্যিগনেচার



মৃত বৃষ্টি ,
.
গৃহপালিত চাদরের আড়ালে শুয়ে থাকা সামাজিক বুক।
ভিজে মাটি  
ভিতরে সান্ত্বনা ছিল
সময় আছে ,যেমন ঘড়ির কাঁটার চলার শেষ নেই 
যেমন শেষ সময়ের  ফিরে আসা নতুন ঋতু বৃষ্টি 
তোমার শরীরে। 
.
বেলফুলের গন্ধমাখা অনেকগুলো দিন 
জানি হাজারো মৃত পুরুষ শুয়ে  তোমার বুকে ,
ভিজের মাটি 
পুরুষ মানুষের ভিড়ে ভিড়ে হাঁপিয়ে ওঠা সম্বল তোমার গরম কড়াতে 
সদ্য পাঁক দেওয়া নারকেলের পুর 
তারপর দুধপুলি। 
.
হয়তো গভীরে প্রাণ নেই , তবু হাত, তবু মুখ
জীবনেরে পাশবালিশ জড়িয়ে এক বিশাল আকাশ তোমার সুখ। 
মানুষ জানে না সময়ের গভীরে শুয়ে থাকা সত্যটা 
মানুষ  মৃত্যুকে ভালোবাসে সেকারণে 
ভালোবাসে মৃত সময়ের রোমন্থনের হাহাকারে যন্ত্রণার দামামা বাজাতে। 
চিরস্থায়ী বলে মানুষের সভ্যতায় কিছু নেই 
ক্ষণস্থায়ী মুহূর্তরা তাই তো দামী এতো 
দামি এতো সন্তানের মুখে লেগে থাকা জীবিত প্রাণ 
আর মুহূর্তের বাঁচাটুকু।
.
মৃত বৃষ্টি আমার এই চিঠি চিরকাল বেহিসাবি আকাশের মেঘে 
তোমার  বেরঙা ভিজিয়ে দেওয়া শহর , 
অজস্র নিস্তব্ধ কলরব 
বুকের ভিতর রক্তক্ষরণ 
মনে হয় 
যদি প্রতিটা বৃষ্টি ফোঁটা রক্তের মতো হয়ে লাল হয়ে যেত 
যদি হয়ে আমার এই  একলা বৃষ্টিতে ভেজা মৃত্যুর মতো। 
তবুও শুভেচ্ছা তোমায় 
শুভেচ্ছা তোমার প্রতি জন্মের পর আমার মৃত্যুর বৃষ্টিতে,
আমার স্যিগনেচার 
রক্তের বৃষ্টিতে। 
.

ইতি 
ঋষি 


No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...