Tuesday, July 28, 2020

সত্যি এটা



সত্যি এটা 
.. ঋষি
প্রতিবার উনিশ-বিশ
কিছু কম কিংবা বেশি   ,  সবটাই কম কিংবা বেশি, 
সবটাই আবর্তন কিংবা প্রবর্তন 
একমুহুর্ত কি ছেড়ে থাকতো পারো না তুমি? 
এক মুহুর্ত তুমি কি আমাকে ছাড়তে পারো না 
এক মুহুর্ত। 
.
বদলানো সময় গত শতাব্দীর 
পুরনো ইতিহাসে ছুঁয়ে ধ্বংস বদলাতে পারি না,
বদলাতে পারি না সহ্য,
তবু অসহ্য তুমি আমার মৃত্যু ছুঁয়ে 
আমার বেঁচে থাকাকে পাগল করে যাও 
অন্ধকার যেন সমুদ্রের সফেনের মতো একলা আলো।
.
ভালো লাগছে না
শহর ছুঁয়ে বিশাল হোডিং জুড়ে তোমার মুখ, 
সত্যি বলতে পারছি না
নেশার চোখে লেগে আছে স্বপ্ন যেন সময়ের মৃত্যু হোক। 
এ ও কি সম্ভব 
একটা জীবিত চোখ সারাদিন তাড়া করে
নিজের জাগরণে, নিজের মৃত্যুতে পিছু ছাড়ে না
শহরের পর শহর 
সময়ের প্রতি মুহুর্তে 
শুধু একটা মৃত্যু যেন জীবিত হয়ে যায় 
ফিরে আসে বারংবার ফিরে আসবে বলে
ভালোবাসবে বলে
শুধুমাত্র তোমাকে ছুঁয়ে 
এ ও কি সত্যি? 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...