Sunday, July 5, 2020

দুলাইনে বৃষ্টি

দুলাইনে বৃষ্টি
... ঋষি 
এই যে সকাল গিয়ে দাঁড়ালো বিকেলের  কাছে 
তার পর  চলে যাবে রাত্রের কাছে, 
ঠিক এইভাবে আমাদের দিনযাপণ দু লাইনে লেখা যায় না
এইভাবে আমাদের না বলা কথাগুলোতে বৃষ্টিতে লেখা যায় না।
বৃষ্টি ভেজা চোখের পাতায়
আমাদের জীবনগুলো কয়েক ফোঁটা বৃষ্টি 
আমি জানি আকাশনীলে সত্যি জীবন একলা লেখা যায় না।   
.
সাদা একটা এনভেলাপ
তার ভিতর পুরনো একটা সাদা পাতা,
ডাকপিয়নের একলা ঘরে বৃষ্টি এসে লিখতে চায় হাজারো কথা। 
তারপর শুধু বৃষ্টি
রিনিঝিনি নুপুর পায়ে একলা মেয়ে ভাবের ঘরে
আমি জানি এমন করে মিথ্যেগুলো সত্যি করা যায় না। 
.
এই যে সকাল গিয়ে দাঁড়ালো বিকেলের কাছে
তারপর এক বিশাল রাত্রি শুধুই ফিসফিস, 
শুধুই কান পেতে শোনা টাপুর টুপুর।
অনবরত নেমে আসা আকাশ 
বুকের কাছে 
আরো গভীরে
কোন একলা মেঘ,
.
আমি চেষ্টা করেছি বিশ্বাস করো 
শুধু বৃষ্টি দিয়ে সময়ের চোখে কান্না ঢাকা যায় না।   


 
 
 

No comments:

Post a Comment

nogorayon

সর্বত্র নগরায়ন নিয়ম বিরোধী  কোথাও তো  ছায়া দরকার ,গাছ দরকার ,দরকার সবুজ  কোথাও নিজেকে রাখাবার দরকার ,বাঁচার দরকার ,দরকার আশ্রয়,  অজস্র জাতহী...