Thursday, July 8, 2021

ভালগার

 ভালগার 

... ঋষি 


বয়স হয়েছে ভেবে আপনি মাছ খাওয়া ছেড়ে দিলেন 

চুলে মেহেন্দি লাগালেন ,

দেওয়াল ধরে দঁড়াবেন বলে 

দেওয়ালে দেওয়ালে চুইংগাম,

আপনি চিনি খাওয়া ছেড়েছেন আজ বহুদিন 

আর সুইটিস্ট এখন আপনার জীবন। 

.

এ যেন আজব কাহন 

গুজরতে হুয়ে দিন ,গুজরতে হুয়ে বাতে 

আর ও সব রাতে ,

ভালগার দুনিয়ায় আপনার চশমার পালঙ্কে  আজও মালোতি বৌদি 

নিখিলের স্ত্রী 

দযা করে আপনি চিনি খাওয়া শুরু করুন প্লিজ। 

.

বয়স হয়েছে 

প্রমান চাইছেন আজকাল কোমড়ে ,পায়ে ব্যাথা 

অরে পাড়ার মাসিমাও একদিন হেমামালিনী মতো দেখতে ছিলেন 

ঠিক  যেন বিজ্ঞাপনের মেয়ে

ঠোঁটে হাসি, হাসিতে খুন,যেন ভাড়ায় চালিত অটো

অটোর হ্যান্ডেল।

সঙ্গম আর স্ক্যান্ডালের মাঝে দূরত্ব সামাজিক  

মানুষ আর চাহুনির মাঝে দূরত্ব হৃদিক 

ডানে ভাঙারির দোকান ,বাঁমে বৌদির  ভাতের হোটেল

হোটেলে বিরিয়ানি পাওয়া যায়

এবার আপনি ঠিক করবেন 

কারফিউয়ের রাতে  আপনি হোটেলে ঢুকবেন কিনা ?

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...