Friday, July 23, 2021

বিষাক্ত

বিষাক্ত
.. ঋষি 
আমাকে আগুনে পুড়িয়ে দেও
হে সমাজ,হে নারী, হে সময়, হে সিঁদুর, 
আমার তপ্ত নাভিকুন্ডে তুমি ঢেলে দিও অন্ধকার বিষ। 
.
সকলে সমাজ হয় না 
প্রতিদিন সময় হয় না
শুধু বুকের আস্তানায় বাস করে যে মানুষ 
সে কথা বলতে ভুলে যায়। 
.
আকাশের গায়ে পাপ ঢেলে অনবরত এই শহর শুধু মুখোশে
সত্যি খুঁজতে আজকাল আমিও বৈষ্ণব
গেয়ে উঠি বিবেকের গান, 
এ শহরে বৃষ্টি আমাকে বিবাগী করে, সময় আমাকে করে বিকল
নারী আমাকে উদভ্রান্ত করে,সমাজ পড়ায় শিকল। 
সব শুনি, সব বুঝি 
তবুও বুঝতে পারি না 
মানুষের 
মু
খো
শ 
আর সময় এক বিষাক্ততায়। 

No comments:

Post a Comment

আরো গভীরে যাই

একটা খুনের খবর অথবা শোকপ্রস্তাব নিশ্চিন্তে গাড়ির  কালো ধোঁয়ার মতো ছেটানো গুপ্তহত্যা  নীল নয়, সাদা নয় - বেগুনী আকাশ বোধহয় বহুদিনে...