Thursday, July 8, 2021

দু পৃথিবী

 


দু পৃথিবী 

... ঋষি 


অদ্ভুত এই পৃথিবী 

কার বুকে পা রাখবো ?কার বুকে মাথা ?

 কার আঙুলে জ্যোৎস্না পরিয়ে বসাবো ছাতিমগাছের তলায় ?

রবীন্দ্রনাথ ? না কাদম্বরী ?

এ যে দু পৃথিবীতে বাস। 

.

অভিমানে মরে যাব? 

 রাত জাগা পাখির মতো জ্বলজ্বল চোখে তাকিয়ে থাকবো জঙ্গলে ,

মধ্যরাতে প্রেমিকার দরজায় সর্বস্বান্ত  প্রেমিকের পথ। 

আর কত খিদে ধান ও মড়ক

আর কত ডাক মিছিল লাল ,সবুজ ?

এ যে দু পৃথিবীতে বাস। 

.

মজ্জার হাড়ের ভিতর এই সময়  স্যিগনেচার ও শীলমোহরে 

একটা গর্ত ভর্তি হয়ে নতুন জন্মায় সমুদ্রের চড়ে 

জীবন বাস্তবিক এক সমুদ্রের প্রতিফলন 

আয়নায় রূপান্তর ,

প্রতিমুহূর্তে পাল্টানো ঘর 

শব্দহীন এক সময়ের মাস্তুলে দূরে তাকিয়ে পাখি 

না না আকাশ নয় 

অন্ধকারের সময়ের  চুম্বনে ঠোঁট

ভিজে আখরোট।  

কবিতায়  সারা শরীর চাটবো

নোংরা সময় ,নোংরা হিসাবে সাবান ঘষবো 

খিদে ও মিছিল,

মৃত্যু না  প্রেম ?

.

আর কতদিন ভাতের গন্ধে খিদে ভেবে  

অন্ধকার চাটবো ?

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...