Saturday, July 3, 2021

অনেকগুলো ছোট গল্প

 অনেকগুলো ছোট গল্প 

... ঋষি 


রং

.

রাস্তাটি পেরিয়ে গিয়েও রাস্তা 

আর তার আবার অবস্থা 

একটা মোমবাতি হাতে চলন্তিকা হেঁটে যায় সময়ের মিছিলে 

ঠিক অতটুকু আলো 

বাকি অন্ধকার 

.

কেউ জানে না রঙ আসলে পরিচয়হীন ঈশ্বরের নাম 

যাকে আমরা না জেনে পুজো করি। 


.

ঘড়ি 

.

যারা এগিয়ে গেলো তারাও আমার মত মানুষ 

কিন্তু যারা পিছিয়ে তারাও আমার মত মানুষ 

কিন্তু পিছনে যারা তাদের সামনে যাওয়া আছে 

আর যারা এগিয়ে 

তাদের সম্ভাবনায় পিছন লেখা থাকে। 

.

ঘড়ি একটা দাঁড়িপাল্লার নাম 

যা মানুষকে মেপে রাখে আগে ,পরে ,সামনে পিছনে। 

.

অপেক্ষা

.

অপেক্ষা শব্দটা একটা সুতো 

সুতোর আগাদুটো তারপর খোঁজে। ..তারপর 

উত্তর 

পাথরের দেওয়ালে কেউ খোদাই করে রাখে না 

রাখে নিজের মনের সৎ উত্তরে 

.

তুমি 

.

তুমি অন্ধকার মিনারে দাঁড়িয়ে রয়েছো 

আমি পতাকার মতো তোমার শরীরে উড়ছি শুধু 

দিকনির্দেশ নেই 

শুধু একটা গল্প এগিয়ে চলেছে আগামী ঈশ্বরের দিকে। 

.

ঈশ্বরের তোমার মতো চোখ ,ঈশ্বরের তোমার মতো ঠোঁট 

জানি না তোমায় লিখতে শব্দ কেন কম পরে। 

.

বহুদিন পর 

.

আজ বহুদিন দাঁত দিয়ে কামড়ে উঠি নি কবিতার পাতা 

তাই বদহজম 

বোধহয় সময় আজকাল বয়স হয়ে চশমা লাগিয়েছে চোখে 

তবুও জানো চলন্তিকা 

.

মিছিলে মানুষ আর মানুষের মিছিল 

এটাও একটা গল্প। 

.

সমাপ্তি

.

নিঝুম রাত 

ঘুম আজকাল চোখের কালিতে শুয়ে থাকে 

গুঁড়ো গুঁড়ো ভালবাসা লুকিয়ে রেখেছি অন্ধকারে 

অপেক্ষা সকাল 

.

আর চলন্তিকা বুক 

সেই কথা জানে খোলা আকাশের পাখিগুলো। 


No comments:

Post a Comment

আরো গভীরে যাই

একটা খুনের খবর অথবা শোকপ্রস্তাব নিশ্চিন্তে গাড়ির  কালো ধোঁয়ার মতো ছেটানো গুপ্তহত্যা  নীল নয়, সাদা নয় - বেগুনী আকাশ বোধহয় বহুদিনে...