Friday, July 23, 2021

আগুন নিয়ে কবিতা



আগুন নিয়ে কবিতা
... ঋষি 
সমস্ত আগুন নিয়ে কবিতা লিখবো
কথা দিলাম 
আমার মৃত্যু সংবাদ তোর কাছে পৌঁছোবে না আগুনের দিনে।
প্রতিটা শান্তির বুকে আমি এঁকে দিলাম চলন্তিকা হাসি, 
মৃত্যু যেখানে সাবলীল একটা কবিতার মতো 
তার থেকে বেশি কিছু চাওয়াটা মুর্খামি। 
.
ঈশ্বরের তথাস্তু শব্দটার মধ্যে একটা যোগ্যতা আছে
সকলে টেমসের ধারে দাঁড়ানো পাথরের প্রেমিক নয় 
সকলের মধ্যে ঈশ্বরের  প্রতিভু থাকে না,
কারন ভালোবাসা মরে গেলে কতটা বিষাক্ততা
সেটা আমি জানি 
আর এখনো জানি স্পর্শ মানে শরীর নয়। 
.
আজীবন যে হতাশার খোঁজে আমি মাটি খুঁড়েছি 
আজ স্বীকার করি 
সে হলো নারী,
আজীবন যে যন্ত্রনায় আমি মাথা কুটেছি 
আজ বলতে বাধ্য 
সে হলো নারী, 
অদ্ভুত খোঁজ যেন একটা আকাশ আস্তানা খুঁজছে। 
.
আজ না হলে কাল 
আমার দারিদ্রতায় তুই হাততালি দিস 
হাততালি দিস আমার জন্মের কবিতায় আর মৃত্যুর তারিখে, 
যদি কিছু বাকী থাকে 
তবে কবিতায় লিখে দিস 
তথাস্তু কোন শব্দ নয়, একটা অঙ্গীকার
সে আমাকে ঠকিয়েছে কারন সে আমায় ভালোবাসে।

No comments:

Post a Comment

.বৃষ্টির ওপারে

সুতরাং, আমি একটি চুক্তি করেছি বৃষ্টির সাথে যেহেতু আমি অনন্ততায় বিশ্বাস করি না সেহেতু এখনই ভিজবো,  প্রকৃতির চিরস্থায়ী নির্দোষতা এবং আধ্যাত্ম...