Friday, July 9, 2021

সিটি অফ জয়

 


সিটি অফ জয় 

.... ঋষি 

শহর 


প্রতি রাতে শহর  লিখি,আর গীটার রেখে আসি

সেই পুরোনো শহরে ,

সারা শহর জুড়ে তখন ছায়া ছায়া শহর ,অজস্র টানাপোড়েন 

গিটারের সুর 

পুরোনো কলকাতা ,বাবুপাড়া ,নষ্ট পাড়া ,সাহেব পাড়া 

পুরো একটা জীবন এই শহরে 


দরিদ্রতা 


শাওয়ারের নিচে দাঁড়িয়ে আমি একজন বাঁশিওয়ালাকে দেখি

সুর যেন ঝিম ধরিয়ে নেমে আসে বুকের শহরে , 

মনে হয় পৃথিবীতে একই দেখতে দুটো লোক মুখোমুখি তাকিয়ে হাসছে 

একজন বাঁশি বাজাচ্ছে ,

আরেকজন বাতিল বন্দুকের দিকে তাকিয়ে 

কার্তুজ গুনে জীবন কাটাচ্ছে। 


 রোগ 


কোভিড হাসপাতালের সামনে দাঁড়িয়ে সময় গুনছি 

আর কতদিন 

এদিকে অক্সিজেন কমে যাচ্ছে দৈনন্দিন। 

উল্টোদিকে দরদাম চলছে অক্সিজেনের  

নীল এম্বুলেন্স জায়গা চাইছে শহরের রাস্তায়

গন্তব্য একটা সময়ের নাম।  

.

কোলকাতা 

.

একটা শহর প্যাশনের 

সুনীল ,শক্তি আর সত্যজিৎ 

খুব খারাপ লাগে জানেন জোড়াসাঁকোর সামনে দাঁড়িয়ে সেলফি তুলতে 

আর যে বই পড়তে চায় না প্রজন্ম ,

আর কবিতা 

সে তো প্রজন্মের  কাছে বেকার জন্মানো কিছু অবহেলা ,

এ শহরে আজকাল জনকলোৰৰ শব্দের বাজার 

কিন্তু সৃষ্টি সেই টিমটিমে বকবাস। 

.

বিবর্তন 

.

এই শহরে  কোন গান নেই, বাজনাও বাজে না

বাজার গরম করে  ল্যারেলাপ্পা ,

হেমন্ত ,লতা ,হৈমন্তীশুক্ল ,কিশোর সব কেমন হারিয়ে যাওয়া যেন ,

আমি শুধু দেখি এখানে রবীন্দ্ৰনাথ মানে বাইশে শ্রাবন। 

এখন শহর  মানে সারি সারি পিঁপড়ের শোকযাত্রা

এখন শহর  জুড়ে দেখি শবের উপর সামিয়ানা

এই শহর আজ মরে গেছে আজ বহুদিন 

সিটি অফ জয় আজ এক ইতিহাসের অধ্যায়। 

No comments:

Post a Comment

আরো গভীরে যাই

একটা খুনের খবর অথবা শোকপ্রস্তাব নিশ্চিন্তে গাড়ির  কালো ধোঁয়ার মতো ছেটানো গুপ্তহত্যা  নীল নয়, সাদা নয় - বেগুনী আকাশ বোধহয় বহুদিনে...