Thursday, July 15, 2021

আমরা সকলে দাঁড়িয়ে



 আমরা সকলে দাঁড়িয়ে 

.... ঋষি 


কেউ কোথাও দাঁড়ায়নি কোনোদিন 


কেউ কারোর জন্য কতোটা দাঁড়ায় ? ভারী প্রশ্ন 


অথচ  আসলে আমরা সকলেই দাঁড়িয়ে থাকি 


                                  ...........অপেক্ষায়। 


.


পঁয়ত্রিশ পেরোনো একটা রাস্তা এগিয়ে চলেছে অজানা গন্তব্যে 


ফিরে আসছে  সেই হাফপ্যান্ট 


অসিত ,রতন ,অমর আরো অজস্র মুখ 


হৃদয়ের অজস্র সুখ। 


হাওয়ায় খুলে যাচ্ছে এই শহরের পিছনের পথগুলো 


আমাদের শরীরের রোমকূপে তখন ওস্তাদ জাকির আলীর তবলা 


বুকের ভিতর অজস্র অজানা 


এই শহরের রাস্তাগুলো এগিয়ে গেছে নিজের মতো করে


আর আমরা দাঁড়িয়ে হয়তো অপেক্ষায় । 


.


দূরদর্শনের সেই সকালের খবর 


আর আজকের খবর ,অসিত জানিস হয়তো আর কুড়ি বছর 


কিছু থাকবে না ,কিছু না 


অক্সিজেন ,পেট্রল ,কয়লা ,শৈশব ,হয়তো আমরাও।  


 রতন জানিস এই পৃথিবীটা মেরামতের অযোগ্য 


এই শহরে রক্তাক্ত যীশুরা  রোজ জন্মায় আর জেরুজালেমের গল্পটা 


না বদলায় না। 


একটা সাংঘাতিক খবর হিমালয়ের বরফ গলছে


অমর ভাবিস না 


আমরা এক লাইনে দাঁড়িয়ে ডাইনে ,বায়ে ,সামনে ,পিছনে 


ওই যে অসিত 


ওইযে রতন 


ওইযে হয়তো রাজদ্বীপ ,প্রসেনজিৎ ,সন্দীপন আরও কত 


শুধু অপেক্ষায় আছি ......... 

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...