Thursday, July 8, 2021

নবজন্ম

 


নবজন্ম 

... ঋষি 

.

যদি মনে পড়ে ভুলে যাওয়া মাটিকে 

যদি হঠাৎ একলা কবিতায় একটা স্তব্ধতা ছেয়ে ধরে 

যদি হঠাৎ কান্না পায়  ............

.

না না ,এ কবিতা ফুরোবে না 

ফুরোবে না আমার বুকে মৃত গত ঊনপঞ্চাশটা শুকনো গোলাপ,

এটা তোমার কবিতা হতে পারতো 

পারতো তোমার আখরোটে রাখা আখেরি সেলাম 

এই কবিতার পর আমার মৃত্যু হতে পারতো 

হতেই পারতো তোমার সেই আক্রোশের ছুরিটা আমার বুকে। 

.

কিছু সত্যি নয় 

সবকিছু কবিতা নয় ,

হঠাৎ একলা গাছ  তুমুল ঝরে আছড়ে পরে সময়ের বুকে 

হঠাৎ একলা বেঁচে থাকা আরো একলা করে সময়ের স্বরে 

তবু কিছু স্মৃতি থেকে যায় 

হঠাৎ মনে পরে ভুলতে চাওয়া মাটিকে 

গাছদের দীর্ঘশ্বাস।

তোমার  শেষ মৃত্যুটা আমার হোক বলা হলো না 

তবে প্রার্থনা করি তোমার নবজন্ম হোক। 


No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...