Thursday, July 15, 2021

অসময়ের কবিতা

 অসময়ের কবিতা 

,,,,, ঋষি 


সমস্ত দুঃখগুলো আজ তোমার নাম করে 

সকালে ঘুম থেকে ওঠে  ,চা খায়  ,অফিস যায় 

সবই করে 

কিন্তু চলন্তিকা তুমি কি জানো?

আমাত সমস্ত সুখগুলোও যে আজ তোমার নামে। 

.

দুঃখ পেয়েছি সেদিন  

একলা দাঁড়িয়ে  যেদিন জন্মের পর তুমি বললে তুই একলা

দুঃখ পেয়েছি সেদিন যেদিন তুমি কিনে দিলে আমায় ছোটবেলা 

তারপর এতগুলো জন্ম। 

চলন্তিকা যৌবনের আগুনে তুমি শরীর ঘেঁষে দিয়ে গেছো অনিয়ম 

অসময়ের কবিতা 

তবু সেই কবিতার শব্দগুলো আজও জন্মায় রোজ। 

.

এত গুলো বছর শুধু তোমায় দেখবো বলে দাঁড়িয়ে 

এতগুলো শতাব্দী শুধু তোমার জন্য অপেক্ষায় 

চলন্তিকা তুমি ঠোঁট ঠোঁট রেখে বলেছিলে 

আগুন ,আগুন আর আগুন 

অথচ আমি পুড়েছি চিরকাল একলা আগুনে সময়ের কাঠকয়লায় । 

তুমি কোনো একদিন রাস্তায় দাঁড়িয়ে চায়ের ঠোঁটে বলেছিলে উফ 

আর আমি শুধু তাকিয়ে দেখেছি নবজন্ম 

দার্জিলিং ফ্লেভারে মিশে থাকা স্মৃতি ,যন্ত্রনা ,তুমি,

চলন্তিকা জানো  আমার আবার দেখতে ইচ্ছে করে অন্য পৃথিবী 

যেখানে সময় ব্রাত্য ,ব্রাত্য সুখ দুঃখ 

আবার আমার গভীরে বাইশ বছরের যুবক 

একলা দাঁড়িয়ে তোমার পাশে। 

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...