Thursday, July 29, 2021

আমার শহর

 আমার শহর 

... ঋষি 


একটা উত্তপ্ত বিকেলে বৃষ্টি সম্ভাবনা 

সর্বোচ্চ তাপমাত্রা যখন মানুষেকে ছাড়িয়ে ঈশ্বরের অধীনে 

ঠিক তখনি 

সেই মেয়েটা আপন মনে হেসে ওঠে বলে 

বদলাবে সময় 

এই মেঘ শুধু ধৈর্যের। 

.

সর্বোচ্চ আসন তার 

শহরের অধীনে ,অলিতে গলিতে ক্রমাগত হারানোর ভিড় 

কেউ নিজের শহরকে আপন করতে পারে না 

শুধু দৌড়োয় 

লন্ডনের টেমসের কবিতা বলে কেউ দিন কাটায় 

কেউ শুধু দিন কাটায় অবহেলায় আর যাতনায়। 

.

এই শহর অনেক দিয়েছে মানুষকে 

মানুষ ও লুঠে নিয়েছে এই শহর থেকে অনেক কিছু 

কিন্তু ভুলবশত কিছু মানুষ নিজেকে হারিয়েছে সময়ের পাঁকে 

ভুলবশত কিছু মানুষ গা ভিজিয়েছে শহরের দূষিত জলে ,

এই শহরে জল জমে 

জমে দুঃখ 

এই শহর আনন্দ করতে ভালোবাসে 

ভালোবাসে হাওয়ায় ভাসতে ,বৃষ্টির জলে ভিজতে 

কিন্তু খুব কম লোক জানে 

এই শহর একলা থাকতে ভালোবাসে। 

.

মেয়েটা মেঘের দিকে তাকিয়ে এই সব ভাবছিল 

ভাবছিল ইশ যদি বদলানো যেতো 

সিটি অফ জয় নামটা 

বরং এর নাম যদি রাখা যেত আমার শহর।   

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...