Friday, July 30, 2021

ব্রেইল



 ব্রেইল 

... ঋষি 


নিষিদ্ধ জগতে মানুষের একটা নিশ্বাস ঘুরে বেড়ায় 


ঘুরে বেড়ায় পরীর মতো কিছু উলঙ্গ নারী 


কিংবা কোনো লোমশ পুরুষের চেহারায় রবীন্দ্রনাথ। 


প্রেম বদলায় 


পরিবেশ একটা কারণ 


অন্যটা তুমি ,আমি দাঁড়িয়ে কোথায় ?


.


সব প্রশ্নের উত্তর সোজা না 


বছর পাঁচেকের ছেলেটা চিলের মতো ছুটে এসে আপনার সাইড ব্যাগ নিয়ে পালালো 


আপনি চিৎকার করলেন 


ছেলেটা ছুটছে প্রাণভয়ে ,ধরা পড়লো 


আপনি আপনার সাইডব্যাগ ফিরে পেলেন 


সকলে মারছে ছেলেটা ,আপনি খুশি হচ্ছেন 


মনে মনে বলছেন " বেশ হয়েছে ".


.


আপনার অজান্তে আপনার চারপাশে এমনটা  রোজ হয় 


আপনি বসে আছেন আপনার প্রেমিকার হাত ধরে পার্কে 


একজন মায়ের বয়সী বৃদ্ধা আপনার কাছে ভিক্ষা চাইছে 


বাবা তোরা সুখী হবি ,


আপনার গার্লফ্রেন্ড মুখ ফিরিয়ে হাসছে তখন 


আর আপনি পকেট ঘেটে দেখে নিচ্ছেন কন্ডোমের স্টক। 


অদ্ভুত এই পৃথিবীতে 


ক্রমাগত কিছু অন্ধকার রোজদিন আরো অন্ধকার হচ্ছে 


রোজদিন কিছু মানুষ ক্রমশ এগোচ্ছে অন্ধকারের দিকে 


তাদের একদল হাসছে ,মজা পাচ্ছে 


আরেক দল তলিয়ে যাচ্ছে। 


.


আমি জানি আপনারা কেউ এগিয়ে গিয়ে ধরবেন সেই শৈশবের হাত 


বরং বলবেন তাকে চোর 


আপনারা হাসবেন সেই বৃদ্ধাকে দেখে 


কিন্তু ভাববেন না ব্রেইল ল্যাঙ্গয়েজ 


যেখানে হেলেন কেলার দাঁড়িয়ে। 

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...