Monday, July 19, 2021

পাতায় ঢাকা রাষ্ট্র

 পাতায় ঢাকা রাষ্ট্র 

,,,,, ঋষি 


এতোটা সত্যি  হলে, এতটা  ধ্বংস হলে 

মানুষ টেকে কই ?

আগুন নিয়ে খেলা করি ,রাষ্ট্র ,বিপ্লব এই সব অদ্ভুত চিৎকার করি 

সময় নিয়ে মিথ্যে খেলি ,মানুষ বলে বড়াই করি 

কিন্তু ভুলে যাই 

মানুষ হতে গেলে একটু আধটু প্রেমিক হতে হয়। 

.

অল্প স্বল্প প্রেম 

বাবুইয়ের বাসায় বাসা বোনা আরেকজন আলোর পূজারী 

শ্রমিকের গল্পের মিথ্যে এখানে 

চাষিদের গল্পগুলো লোকসান দিয়ে গাঁথা 

বুকে পাঁচিলে একের পর এক ধ্বংসের ছবি সাজিয়ে 

সাধারণ আমরা আজ শুধু আঁকিবুঁকি রাষ্ট্রের তরজায়। 

.

এতটা সত্যি হলে ,এতটা ধ্বংস হলে 

আমাদের কথা শুনবে কে ?

শ্রোতা আর সময় আজ শুধু অভিধানে লেখা ক্যাকটাস চরিত্র ,

গণেশ পাইন  না বঙ্কিমচন্দ্র  ,প্রফুল্ল চাকি না রামমোহন 

ক্ষুদিরাম না আমির খান ,সময় না ধর্ম 

জীবন না কর্ম ,

ভাতের থালায় হাত দিয়ে আজ শুধু অনশন 

প্রজন্মে শুয়ে আছে অনলাইন কিছু পাখিদের ঘর 

সভ্যতা আজ শুধু আকাশে উড়ছে ,

ছেঁড়া পকেট 

ছেঁড়া সম্বল 

সাধারণ মানুষ। 

পাতার ঘরে বাস করা ভারতবর্ষ নাম মেয়েটা স্বপ্ন দেখছে জীবনের 

অথচ সে জানতে পারছে কই ,শাক দিয়ে মাছ ঢাকা যায় না 

আর মিথ্যে দিয়ে রাষ্ট্র। 


No comments:

Post a Comment

ভালোবাসার দোকান

ভাবছি ভালোবাসা বিক্রি করবো এইবার মাছের বাজারে,বৌবাজারে,বড়বাজারে  ছোট ছোট প্যাকিংবাক্সে আতর মাখিয়ে ঢালাও সেল  এইবার  স্মৃতি রাখা গোডাউনটার থে...